প্রিয়াঙ্কা কে তা আগামী দিনে তৃণমূল বুঝতে পারবে, কেন একথা বললেন দিলীপ

কলকাতা হাইকোর্টের আইনজীবী প্রিয়ঙ্কা অতীতে প্রাক্তন কেন্দ্রীয় প্রতিমন্ত্রী বাবুল সুপ্রিয়র আইনি পরামর্শদাতা ছিলেন৷

0
168

কলকাতা: বঙ্গ রাজনীতিতে ফের টানটান উত্তেজনা শুরু হয়েছে ভবানীপুরে উপ নির্বাচন নিয়ে। কারণ সেখানে তৃণমূলের প্রার্থী খোদ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। গতকাল অর্থাৎ শুক্রবারে প্রার্থী ঘোষণা করেছে বিজেপির। তাই নিয়েই এখন কলকাতায় খই ফুটছে। বিজেপির প্রার্থী নির্বাচনের পরেই রাজ্যের পরিবহণ মন্ত্রী ফিরহাদ হাকিম কটাক্ষ করে বলেছেন প্রিয়ঙ্কা টিবরেওয়ালকে অনেকেই চেনেন না। সেই কথার জবাব দিয়েছেন বিজেপির রাজ্য সভাপতি।

নিউটাউন ইকোপার্কে প্রাতঃভ্রমনে এসে দিলীপ ঘোষ বলেছেন, “ক্ষমতার দম্ভে এই কথা বলছেন ফিরহাদ হাকিম। তিনি নিজে রাজ্য সভাপতি হওয়ার সময়েও এই ধরনের মন্তব্য করেছিলেন ফিরহাদ।” পালটা জবাবে বলেন, “মমতা বন্দ্যোপাধ্যায়কে কে চিনত? রাজনীতিতে এসে সবাই নিজের পরিচয় তৈরি করে। আজকে সিবিআই যে পিছনে লেগেছে তাতে প্রিয়াঙ্কার অবদান আছে। প্রিয়াঙ্কা কে তা আগামীদিনে তৃণমূল বুঝতে পারবে।”

- Advertisement -

‘সিবিআই যে পিছনে লেগেছে তাতে প্রিয়াঙ্কার অবদান আছে’ দিলীপ ঘোষের এই মন্তব্যে অনেক কিছু লুকিয়ে রয়েছে বলেই মত দিচ্ছেন রাজনৈতিক বিশেষজ্ঞরা। যখনই ন্রবাচন আসে তখনই সিবিআই-এর মত কেন্দ্রীয় সংস্থারা ডাক দেন তৃণমূল নেতাদের। এই নিয়ে কম অভিযোগ-কটাক্ষ করেনি তৃণমূল। তারপরেই দিলীপ ঘোষের এহেন মন্তব্যে সেই আগুনে যে নতুন করে ঘি পড়বে তা আর বলার অপেক্ষা রাখে না।

আরও পড়ুন- ‘আমি ভবানীপুরে জন্মেছি, মমতা বন্দ্যোপাধ্যায় নয়” তৃণমূলের শ্লোগান নিয়ে কটাক্ষ প্রিয়াঙ্কার

প্রসঙ্গত, কলকাতা হাইকোর্টের আইনজীবী প্রিয়ঙ্কা অতীতে প্রাক্তন কেন্দ্রীয় প্রতিমন্ত্রী বাবুল সুপ্রিয়র আইনি পরামর্শদাতা ছিলেন৷ সেই সূত্রেই নরেন্দ্র মোদীর প্রতি তিনি অনুপ্রাণিত হন৷ ২০১৪ সালের পর যোগ দেন গেরুয়া শিবিরে৷ দলের যুব মোর্চার গুরুত্বপূর্ণ পদের দায়িত্বেও ছিলেন তিনি৷ একুশের বিধানসভা নির্বাচনে এন্টালি থেকে প্রিয়ঙ্কাকে প্রার্থীও করেছিল বিজেপি৷ যদিও তৃণমূল প্রার্থী স্বর্ণকমল সাহার কাছে ৫৮ হাজার ভোটে হেরেছিলেন তিনি৷৷ তবে প্রিয়ঙ্কার বিশ্বাস, এবারে তার পুনরাবৃত্তি হবে না৷ বাংলার মানুষ হিংসার বিরুদ্ধে তাঁকেই জয়ী করবেন৷

আরও পড়ুন- সন্ত্রাস-খুন-বেকারত্বকে হাতিয়ার করেই ভবানীপুরে দিদিকে কোনঠাসা করতে মরিয়া শুভেন্দুরা

বলে রাখা ভালো আসন্ন নির্বাচনের প্রচারে ২০ জন স্টার ক্যাম্পেনারের তালিকা তৈরি করেছে বিজেপি। তারমধ্যে রাজনীতি থেকে সন্ন্যাস নেওয়া বাবুল সুপ্রিয়ও আছেন। তবে শুক্রবারেই বাবুল জানিয়ে দিয়েছেন তিনি প্রচারে থাকবেন না। যদিও বিজেপি প্রার্থী প্রিয়াঙ্কা টিবরেওয়ালকে শুভেচ্ছা জানিয়েছেন তিনি। এখন এটাই দেখার পালা আগামী দিনে ভবানীপুর কেন্দ্রে উপ নির্বাচন নিয়ে আর ঠিক কি কি হতে চলেছে।