‘আমি ভবানীপুরে জন্মেছি, মমতা বন্দ্যোপাধ্যায় নয়” তৃণমূলের শ্লোগান নিয়ে কটাক্ষ প্রিয়াঙ্কার

0
102

কলকাতা: ভবানীপুরে তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে বিজেপি হয়ে কে লড়াবেন সেই নিয়েই চলছিল আলোচনা। সেই চর্চার অবসান ঘটিয়ে আসন্ন উপ নির্বাচনের প্রার্থী তালিকা ঘোষণা করেছে বিজেপি৷ ভবানীপুর বিধানসভা উপ নির্বাচনে বিজেপির তরফে লড়বেন আইনজীবী প্রিয়ঙ্কা টিবরেওয়াল৷ তাঁর নাম ঘোষণা হওয়ার পর থেকেই নেমে পড়েছেন যুদ্ধের ময়দানে। যুদ্ধক্ষেত্রে নেমেই তৃণমূলের শ্লোগান নিয়ে সুর চড়িয়েছেন।

প্রার্থীপদ ঘোষণা হওয়ার পরই কালক্ষেপ না করে নিজের ফেসবুক ওয়াল থেকে প্রচারে নেমে পড়েছেন প্রিয়ঙ্কা৷ বলা ভালো চলতি বছরের শুরুর দিকে হাই ভোল্টেজ বিধানসভা নির্বাচনের সময় তৃণমূলের শ্লোগান ছিল ‘বাংলা নিজের মেয়েকেই চায় চায়।” তবে ভবানীপুরে উপ নির্বাচনে সেই শ্লোগানের কিছুটা পরিবর্তন করেছে শাসক দল। তৃণমূলের নতুন শ্লোগান ‘ভবানীপুর নিজের মেয়েকে চায়’। প্রার্থী হওয়ার পর বিজেপির শ্লোগান জানতে চাওয়া হলেটিবরেওয়াল বলেছেন, “ভবানীপুর নিজের মেয়েকেই চায়। আমি ভবানীপুরে জন্মগ্রহণ করেছি, মমতা ভবানীপুরে জন্মগ্রহণ করি নি।”

- Advertisement -

আরও পড়ুন- সাংসদের বাড়িতে বোমা হামলা: তদন্তে নামল NIA

এই বক্ত্যব্যের মধ্যে বুঝিয়ে দিয়েছেন দিয়েছেন ‘ভবানীপুর নিজের মেয়েকে চায়’ এই শ্লোগান তৃণমূলের হলেও সকলে তাঁকেই চাইবে কারণ তিনি ভবানীপুরের মেয়ে। ভবানীপুরের বিজেপি প্রার্থী প্রথম দিন থেকেই আক্রামণাত্মক ভঙ্গিতে ছিলেন। তিনি আরও বলেছেন, “মানুষ তৃণমূল থেকে কাউকে সেখান থেকে নির্বাচিত করিয়েছিলেন। কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায় তাঁকে অপসারণের সিদ্ধান্ত নিয়েছিলেন কারণ তিনি প্রতিদ্বন্দ্বিতা করতে চেয়েছিলেন। এটাই গণতন্ত্রের শর্ত। মানুষের চিন্তা ও ভোটের প্রতি তাঁদের কোন শ্রদ্ধা নেই।”

মুখ্যমন্ত্রীকেও কটাক্ষ করতে ছাড়েননি বিজেপির প্রার্থী তথা আইনজীবী প্রিয়ঙ্কা টিবরেওয়াল৷ বাঁকা সুরে বলেছেন, “আমার বিপরীতে প্রার্থী (মমতা বন্দ্যোপাধ্যায়) একটি নির্বাচনে হেরে গিয়েছেন, সেই কারণেই ভবানীপুরে উপনির্বাচন হচ্ছে। তারা (টিএমসি) ইতিমধ্যেই ভবানীপুর জিতেছে কিন্তু তাঁরা গণতন্ত্রের জন্য বা মানুষ যা বলে তার জন্য তাঁদের কোনও চিন্তা নেই।” তাঁর কথায়, “আমার লড়াই কোনো ব্যক্তির বিরুদ্ধে নয় অন্যায়ের বিরুদ্ধে। এই লড়াই পশ্চিমবঙ্গের মানুষকে বাঁচানোর জন্য। হ্যাঁ, এটি একজন বিশেষ ব্যক্তির (মমতা) বিরুদ্ধে, যিনি রাজ্যে সহিংসতার সময় চুপ ছিলেন।”

আরও পড়ুন- ‘দুয়ারে সরকারে’ ৮০ শতাংশ মানুষই নিয়েছেন ‘লক্ষ্মীর ভাণ্ডার’ প্রকল্পের সুবিধা

উল্লেখ্য, আগামী ৩০ সেপ্টেম্বর ভবানীপুরে উপ নির্বাচনের দিন ঘোষণা করেছে নির্বাচন কমিশন। দিন ঠিক করার পর থেকেই ময়দানে নেমে পড়েছেন তৃণমূলের নেতা ও কর্মীরা। মুখ্যমন্ত্রী এক একজন শীর্ষ নেতাকে এক একটি ওয়ার্ডের দায়িত্ব দিয়েছেন। প্রচার শুরু হয়ে গিয়েছে অনেকে আগেই। তবে বিজেপিও থেমে নেই প্রার্থী ঘোষণা হওয়ার পর থেকেই জায়গা দখলের লড়াই শুরু করে দিয়েছে। তবে এটাই দেখার ভবানীপুরবাসী কোন মেয়েকে চায়।