মুকুলকে মীরজাফর বলে কেন মাথা ন্যাড়া করার কথা বললেন সৌমিত্র

0
110

কলকাতা: ক’দিন আগেই তাঁর বিজেপি ত্যাগের জল্পনা জোরালো হয়েছিল৷ সেই জল্পনায় জল ঢেলে বিজেপির যুব মোর্চার রাজ্য সভাপতি সৌমিত্র খাঁ মুকুল রায়ের দলত্যাগের খবর প্রসঙ্গে বলতে গিয়ে তাঁকে তুলনা করলেন ‘মীরজাফরে’র সঙ্গে৷ বললেন, ‘‘মুকুল রায়ও যে একটা মীরজাফর সেটা এতদিন বুঝতে পারিনি৷ এখন যমুনার তীরে রয়েছি৷ ইচ্ছে আছে এখানে মাথা ন্যাড়া করে ফিরে যাওয়ার৷’’

আরও পড়ুন: মুকুল রায়ের দলত্যাগ সম্পর্কে কি বললেন বাবুল সুপ্রিয়

- Advertisement -

কেন? সৌমিত্রর কথায়, ‘‘মীরজাফরের সঙ্গে থাকলে তো পূণ্য হয় না৷ তাই যমুনার তীরে মাথা ন্যাড়া করে বাংলায় ফিরব৷ নতুন উদ্যোগে দলটাকে দাঁড় করাতে হবে৷’’ তাৎপর্যপূর্ণভাবে মুকুলের দলবদলের দিনেই নিজের সোশ্যাল সাইটে বিস্ফোরক মন্তব্য করতে দেখা গিয়েছে হাওড়ার বৈশালী ডালমিয়াকে৷ বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর উদ্দেশ্যে তিনি লিখেছেন, ‘‘দলটাকে যত তাড়াতাড়ি সম্ভব আবর্জনামুক্ত করুন৷’’ কাকে বা কাদের আবর্জনা বলছেন, তাও স্পষ্ট করেছেন বৈশালী৷ তাঁর কথায়, ‘‘যাঁরা নিজের স্বার্থ চরিতার্থ করার জন্য দল বদলান, অথচ দলের হোমে কিংবা যজ্ঞে কোনও কাজে লাগেন না, তাঁদের উদ্দেশ্যেই বলছি৷’’ নাম না করে বুঝিয়ে দিয়েছেন তাঁর লক্ষ্য বস্তুতে রয়েছেন মুকুল রায়৷

আরও পড়ুন:শুভেন্দুর ‘কারসাজি’তে মাথা নোয়াতে বাধ্য হলেন মুকুল

যদিও মুকুলকে ‘সিনিয়র নেতা’ হিসেবে আখ্যা দিয়ে আসানসোলের তৃণমূল সাংসদ বাবুল সুপ্রিয় বলেছেন, ‘‘উনি খুব সিনিয়র নেতা। যেকোনও সিনিয়র নেতার আসা যাওয়াতে কোনও না কোনও প্রভাব পড়বেই। এক্ষেত্রেও প্রভাব পড়তে পারে৷ তবে আমি ব্যক্তিগতভাবে এবিষয়ে কোনও মন্তব্য করব না৷’’