লবি বাজির অভিযোগে দিলীপের বিরুদ্ধে এককাট্টা হচ্ছে রাজ্য বিজেপির একাংশ

0
105

কলকাতা: মুকুল রায়ের দলত্যাগের খবর সামনে আসতেই বিজেপির রাজ্য সভাপতি দিলীপ ঘোষের বিরুদ্ধে লবি বাজির অভিযোগ আনলেন দলেরই একাংশ৷ নাম না করে দিলীপ ঘোষের বিরুদ্ধে একাধিক মন্তব্যও ইতিমধ্যে প্রকাশ্যে আসতে শুরু করেছে গেরুয়া শিবিরের অন্দর থেকে৷ বোলপুরের বিজেপি নেতা অনুপম হাজরা থেকে হাওড়ার পরাজিত প্রার্থী বৈশালী ডালমিয়া, সংখ্যাটা ক্রমেই দীর্ঘতর হচ্ছে৷

আরও পড়ুন: শুভেন্দুর ‘কারসাজি’তে মাথা নোয়াতে বাধ্য হলেন মুকুল

- Advertisement -

মুকুল রায়ের দলত্যাগের প্রসঙ্গে এদিন নিজের ফেসবুক ওয়ালে বোলপুরের বিজেপি নেতা অনুপম হাজরা লিখেছেন, ‘‘নির্বাচন চলাকালীন দু’একজন নেতাকে নিয়ে অতি মাতামাতি করা এবং যোগ্যতা থাকা সত্ত্বেও লবি বাজি করে বাকিদের বসিয়ে রেখে অবজ্ঞা বা অপমান করার করুণ পরিণতি৷’’ এরপরই টেনে এনেছেন লবি বাজির প্রসঙ্গ৷ হুঁশিয়ারির সুরে বলেছেন, ‘‘এখনও সময় আছে, বঙ্গ বিজেপির উচিত লবি বাজি বন্ধ করে যোগ্যতা অনুসারে বসে থাকা নেতাদের কাজে লাগানো!’’ একই সঙ্গে অনুরোধ করেছেন, ‘দয়া করে বেসুরো তকমা লাগাবেন না৷’ দাবি করেছেন, ‘‘বিজেপির অসময়ে বিজেপিতে যোগ দিয়েছিলাম, বিজেপিতে আছি এবং থাকব৷’’

আরও পড়ুন:মুকুলকে মীরজাফর বলে কেন মাথা ন্যাড়া করার কথা বললেন সৌমিত্র

অন্যদিকে মুকুল রায়ের দল বদলের দিনেই হাওড়ার পরাজিত বিজেপি প্রার্থী বৈশালী ডালমিয়া নিজের সোশ্যাল অ্যাকাউন্ট থেকে শুভেন্দু অধিকারীর উদ্দেশ্যে বলেছেন, ‘‘যত তাড়াতাড়ি সম্ভব দলকে আবর্জনা মুক্ত করুন৷’’ দলের রাজ্য সভাপতি দিলীপ ঘোষের কাছে আবেদন না করে বিরোধী দলনেতার কাছে এমন আবেদন কেন? বৈশালীর জবাব, ‘‘আমার যেটা ঠিক মনে হয়েছে, সেটাই করেছি৷’’ দিলীপবাবুকে কি যোগ্য নেতা বলে মনে করেন না? বৈশালীর কথায়, ‘‘সেটা মানুষ বলবেন৷’’

আরও পড়ুন: মুকুল রায়ের দলত্যাগ সম্পর্কে কি বললেন বাবুল সুপ্রিয়

রাজনৈতিক বিশ্লেষকদের মতে, অনুপম এবং বৈশালীর পোস্ট থেকেই স্পষ্ট তাঁরা দিলীপবাবুর কাজকর্মে সন্তুষ্ট নন৷ যদিও এবিষয়ে দলের মুখপাত্র শমীক ভট্টাচার্য বলেন, ‘‘এটা ওঁদের ব্যক্তিগত মতামত৷ মুকুলবাবু কেন দল ছাড়লেন তা নিয়ে নিশ্চয়ই দলের অন্দরে আলোচনা হবে৷ তবে এভাবে প্রকাশ্যে মন্তব্য করা ঠিক নয়!’’