বিহারে পতন হল এনডিএ সরকারের, ইস্তফা দিলেন নীতীশ কুমার

0
169

পাটনা : বিহারের মুখ্যমন্ত্রী পদ থেকে ইস্তফা দিলেন নীতীশ কুমার (Nitishkumar)। এর পাশাপাশি বিহারের রাজনৈতিক সঙ্কটের অবসানেরও ইঙ্গিত মিলছে ক্রমশ। নীতীশ কুমারের পদত্যাগের সঙ্গে সঙ্গেই বিহারে পতন হল এনডিএ সরকারের।

আরও পড়ুন : ক্রমেই একা হচ্ছে বিজেপি, শেষ আঠারো মাসে নীতীশ সহ তিন শরিক সম্পর্ক ছিন্ন করল 

- Advertisement -

সূত্রের খবর, নীতীশ কুমার (Nitishkumar) এবার আরজেডি, বাম, কংগ্রেসের সমর্থনে সরকার গতে চলেছেন। এই মুহূর্তে আরজেডি, বাম, কংগ্রেসের মহাজোটের কাছে রয়েছে ১১৫ জন বিধায়ক এবং নীতীশের দল জেডিইউ এর কাছে রয়েছে ৪৫ জন বিধায়ক। জেডিইউ এর প্রবীণ নেতা আরপিএন সিংহ এর রাজনৈতিক অবস্থানকে কেন্দ্র করেই সম্প্রতি টানাপোড়েন শুরু হয় বিহারের এনডিএর দুই শরিকের মধ্যে। তবে এই দ্বন্দ্ব ক্রমশই বাড়ছিল এনডিএর অন্দরে।

২০২০ সালের নভেম্বরে আসন সংখ্যার নিরিখে বিজেপি বৃহত্তর দল হলেও নীতীশ কুমারকে মুখ্যমন্ত্রীর পদ ছেড়ে দেয় বিজেপি। কিন্তু মুখ্যমন্ত্রী হলেও নীতীশ কুমারের হাত থেকে প্রায় সব ক্ষমতাই কেড়ে নিয়েছিল বিজেপি। বিজেপির পক্ষ থেকে দুই জন উপমুখ্যমন্ত্রী এবং মন্ত্রিসভায় জেডিইয়ের থেকেও নিজেদের বিধায়কদের অধিক সংখ্যায় রাখা হয় নীতীশের চাপ বাড়াতে। তবে রাজনৈতিক মহলের মতে, এবারের ক্ষেত্রেও অবস্থার কোনও বদল হবে না কারণ বিহারের একক বৃহত্তম রাজনৈতিক দল আরজেডি।