‘‘চামড়াটা ছেড়ে দেবে, কিন্তু গদি ছাড়বেন না’’ কাকে বললেন দিলীপ

0
16694

কলকাতা: আশঙ্কায় সত্যি হল৷ উপ-নির্বাচন নিয়ে তৃণমূল তৎপর হতেই পাল্টা আক্রমণ শানাল গেরুয়া শিবির৷ আর সেই প্রসঙ্গে বলতে গিয়ে এবার ফের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সম্পর্কে তীব্র কটুক্তি করলেন বিজেপির রাজ্য সভাপতি দিলীপ ঘোষ৷ দিলীপের কথায়, ‘‘উনি চামড়াটা ছেড়ে দেবেন কিন্তু গদি ছাড়বেন না৷’’

আরও পড়ুন: প্রতীক্ষার অবসান, পুজোর আগেই ফলপ্রকাশ টেটের

- Advertisement -

এদিন ইকো পার্কে ভ্রমণে গিয়ে দিলীপ ঘোষ জানান, রাজ্য করোনা পরিস্থিতি স্বাভাবিক না হওয়া পর্যন্ত তাঁরা উপ নির্বাচন করতে দেবেন না৷ কেন এখনই উপ নির্বাচন করা যাবে না, তার কারণ হিসেবে এবার ৮ দফা দাবি সামনে রেখে নির্বাচন কমিশনকে চিঠি দিতে চলেছে বিজেপি৷ প্রসঙ্গত, নির্বাচনের দাবি জানিয়ে এদিনই ফের কমিশনের দ্বারস্থ হচ্ছে তৃণমূলের রাজ্য প্রতিনিধি দল৷ সেই প্রসঙ্গে দিলীপের কটাক্ষ, ‘‘ওরা চাইলে রোজই কমিশনে যান৷ চা খেয়ে আসুন৷ তাতে কী যায় আসে।’’

আরও পড়ুন: ভারত পাবে প্রথম মহিলা প্রধান বিচারপতি, নটি নামে শিলমোহর কেন্দ্রের

এরপরই দিলীপ নাগাড়ে বলে চলেন, ‘‘প্রশ্ন হচ্ছে যে মুখ্যমন্ত্রী এখানে স্কুল খুলতে দিচ্ছে না, লোকাল ট্রেন চালু করতে দিচ্ছেন না, বিয়ে বাড়িতে ৫০ জনের বেশি আসতে পারবেন না বলে বলছেন৷ আপনি আত্মীয় ডাকতে পারবেন না৷ দু’বছর ধরে কর্পোরেশন মিউনিসিপ্যালিটি ভোট আটকে রেখেছেন৷ কোটি কোটি লোকের রাজনৈতিক অধিকার হরণ করেছেন৷ তিনি কোন অধিকারে কোন নৈতিকতার খাতিরে বলছেন উপ-নির্বাচন করতে হবে?’’

জবাব দিয়েছেন দিলীপ নিজেই, ‘‘ তাহলে সব চালু করে দিন৷ কেবল ওনার রাজত্ব৷ কেবল ক্ষমতার রাজনীতি ছাড়া কিছু বোঝেন না উনি।’’ প্রশ্ন তুলেছেন তৃণমূল নেত্রীর নৈতিকতা প্রসঙ্গেও৷ বলেছেন, ‘‘যদি নৈতিকতা থাকে, আপনি যদি লোকের জন্য এত তৎপর হন, তাহলে বাংলাটা এভাবে ডুবে যেতে দিচ্ছেন কেন?’’ এরপরই ওই বিতর্কিত মন্তব্য করেন দিলীপ, ‘‘চামড়াটা ছেড়ে দেবে, কিন্তু গদি ছাড়বেন না৷’’

প্রসঙ্গত, এদিন রায়গঞ্জে দলীয় অনুষ্ঠানে যোগ দিতে গিয়ে রাজ্যের উপ নির্বাচন নিয়ে প্রশ্ন তুলেছেন কেন্দ্রীয় প্রতিমন্ত্রী নিশীথ প্রামাণিকও৷ তাঁর কথায়, ‘‘রাজ্যের পুরভোট বন্ধ৷ জেলায় জেলায় মানুষ পুর পরিষেবা থেকে বঞ্চিত হচ্ছেন৷ এবিষয়ে কোনও ভাবনা নেই রাজ্য সরকারের৷ শুধু উপনির্বাচন করানোর জন্যই ব্যতিব্যস্ত হয়ে উঠছেন৷’’