প্রতীক্ষার অবসান, পুজোর আগেই ফলপ্রকাশ টেটের

0
55

খাস খবর ডেস্ক: করোনার আগমনের প্রায় দেড় বছর পেরিয়ে গেলেও বর্তমানে পশ্চিমবঙ্গ সহ বিভিন্ন রাজ্যজুড়ে চলছে লকডাউন। বন্ধ রয়েছে স্কুল-কলেজ। এই পরিস্থিতিতে এবার হবু প্রাথমিক শিক্ষকদের জন্য সুখবর। পুজোর আগেই প্রকাশিত হতে চলছে ২০১৭ সালের প্রাথমিক টেটের ফলাফল।

আরও পড়ুনঃ আফগানিস্তান ছাড়তে শেষমেষ তালিবানকে সহযোগিতার আহ্বান জানালেন মার্কিন প্রেসিডেন্ট

- Advertisement -

বুধবারই প্রাথমিক শিক্ষা পর্ষদ এর ওয়েবসাইটে মডেল উত্তরপত্র আপলোড করা হয়েছে। পর্ষদ বিজ্ঞপ্তিতে জানিয়েছে, উত্তর নিয়ে যদি কারুর কোন অভিযোগ থাকে তাহলে আগামী ৭ দিনের মধ্যে পর্ষদের অফিসে তাঁরা তা জানাতে পারেন। দফতরের ড্রপবক্সে সেই সমস্ত অভিযোগ জমা দিয়ে যেতে হবে। পর্ষদ সূত্রের খবর, ফল প্রকাশের এর যাবতীয় প্রস্তুতি ইতিমধ্যে সেরে ফেলেছে তারা। ফল প্রকাশ সংক্রান্ত যাবতীয় তথ্য যথাসময়ে পর্ষদের ওয়েবসাইটে দেওয়া হবে।

আরও পড়ুনঃ “প্রমোদ,জ্যোতি,কেষ্ট,হরে গ্রাম বাংলার ঘরে ঘরে” পুরনো ধারায় ফিরছে সিপিএম 

চলতি বছরের ৩১শে জানুয়ারি নেওয়া হয়েছিল ২০১৭ সালের টেট পরীক্ষা। পরীক্ষা দিয়েছিলেন প্রায় আড়াই লক্ষ পরীক্ষার্থী। তবে সেই পরীক্ষার ফল কবে প্রকাশিত হবে তা নিয়ে ধোঁয়াশা ছিল। গত জুন মাসের শেষদিকে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ঘোষণা করেছিলেন , পুজোর আগেই ১০ হাজার ৫০০ জনকে প্রাথমিক শিক্ষক হিসেবে নিয়োগ করা হবে। সেই প্রক্রিয়া ইতিমধ্যে শেষের দিকে বলেই পর্ষদ সূত্রের খবর।

অন্যদিকে প্রাথমিক শিক্ষা পর্ষদের সভাপতি হিসেবে মানিক ভট্টাচার্য এর মেয়াদ রয়েছে সেপ্টেম্বর পর্যন্তই। তাই মনে করা হচ্ছে, সেপ্টেম্বর মাসের মধ্যেই প্রাথমিকের টেটের ফল প্রকাশ করে দেওয়া হতে পারে। যদিও কবে ফল প্রকাশ হবে সেই বিষয়ে পর্ষদের তরফে কোনো স্পষ্ট নির্দেশ পাওয়া যায়নি। তবে সেক্ষেত্রে প্রাথমিক টেট-এর ফলপ্রকাশ হলে নিয়োগের বিজ্ঞপ্তি জারি করা হতে পারে। সেই প্রক্রিয়া শুরু করেছে রাজ্য স্কুল শিক্ষা দপ্তর।