ভারত পাবে প্রথম মহিলা প্রধান বিচারপতি, ন’টি নামে শিলমোহর কেন্দ্রের

0
1608

নয়াদিল্লি: সমস্ত ক্ষেত্রেই পুরুষদের সঙ্গে পাল্লা দিয়ে এগিয়ে চলছে মেয়েরা। কোনও ক্ষেত্রেই যে মেয়েরা আর পিছিয়ে নেই তার প্রমাণ বহুবার পাওয়া গিয়েছে। জুতো সেলাই থেকে চণ্ডীপাঠ সবেতেই সিদ্ধহস্ত বর্তমান সমাজের নারীরা। যেমন তাঁরা সংসার সামলাতে পারেন তেমনি দেশের উন্নয়নে যেকোনো কাজও নিখুঁত ভাবেও সম্পন্ন করতে পারেন। আগেই জানা গিয়েছিল এবার ভারতের প্রথম প্রধান বিচারপতি হতে পারেন একজন মহিলা। যদিও শীর্ষ আদালতের প্রধান বিচারপতি হওয়ার লড়াইয়ে রয়েছেন আরও অনেকে।শীর্ষ আদালতের বিচারক হিসেবে নিয়োগের জন্য ভারতের প্রধান বিচারপতি এনভি রামনার নেতৃত্বাধীন সুপ্রিম কোর্ট কলেজিয়াম কর্তৃক সুপারিশকৃত নয়টি নাম সরকার অনুমোদন করেছে বলেই জানা গিয়েছে।

শীর্ষ আদালতের প্রধান বিচারপতি হওয়ার লড়াইয়ের মধ্যে তিন জন মহিলা রয়েছে। যাদের মধ্যে বিচারপতি বি ভি নাগরত্ন (BV Nagarathna) ভারতের প্রথম মহিলা প্রধান বিচারপতি হতে পারেন বলেই উল্লেখ করা হয়েছে। জানা গিয়েছে সুপ্রিম কোর্ট কলেজিয়াম কর্তৃক সুপারিশকৃত নয়টি নাম যা সরকার অনুমোদন করেছে সেই ফাইলগুলি আরও আনুষ্ঠানিকতা এবং নিয়োগের জন্য রাষ্ট্রপতির কাছে পাঠানো হয়েছে। যদি সব পরিকল্পনা অনুযায়ী হয়, তাহলে সুপ্রিম কোর্টের নয়জন নতুন বিচারপতি আগামী সপ্তাহের শুরুতে শপথ নেবেন।

- Advertisement -

আরও পড়ুন- যোগীরাজ্যে তৈরি হবে ব্রাহ্মস মিসাইল, সবুজ সংকেত সরকারের

নয়টি নামের মধ্যে রয়েছে সুপ্রিম কোর্ট আটজন বিচারক এবং একজন আইনজীবী। তাঁরা হলেন কর্ণাটক প্রধান বিচারপতি এ.এস. ওকা, যিনি সকল হাইকোর্টের প্রধান বিচারপতিদের মধ্যে জ্যেষ্ঠতম প্রধান বিচারপতি, গুজরাটের প্রধান বিচারপতি বিক্রম নাথ, সিকিমের প্রধান বিচারপতি জে মহেশ্বরী, তেলেঙ্গানার প্রধান বিচারপতি হিমা কোহলি, যিনি একজন হাইকোর্টের একমাত্র দায়িত্বপ্রাপ্ত মহিলা প্রধান বিচারপতি, বিচারপতি বি ভি নাগরত্ন যিনি কেরালা হাইকোর্টের বিচারপতি বিচারপতি। বাকিরা হলেন, সি.টি. রবিকুমার যিনি মাদ্রাজ হাইকোর্টের বিচারপতি, বিচারপতি এম সুন্দরেশ যিনি গুজরাট হাইকোর্টের বিচারপতি, বিচারপতি বেলা এম ত্রিবেদী এবং সিনিয়র অ্যাডভোকেট পি.এস. নরসিংহ।

উল্লেখ্য, কলেজিয়াম প্রথমবারের মতো একক রেজোলিউশনে তিনজন নারী বিচারকের সুপারিশ করেছিল। এটি সর্বোচ্চ বিচার বিভাগে নারীদের প্রতিনিধিত্বের পক্ষে একটি শক্তিশালী সংকেতও পাঠিয়েছিল। নয়জনের মধ্যে তিনজন – বিচারপতি নাথ এবং বিচারপতি নাগরত্ন এবং পি.এস. নরসিংহ ভারতের প্রধান বিচারপতি হিসেবে দায়িত্ব পালন করতে পারেন। মিস্টার নরসিংহ যিনি অতিরিক্ত সলিসিটর জেনারেল হিসেবে দায়িত্ব পালন করেছিলেন, তিনি নবম আইনজীবী হতে পারেন এবং সুপ্রিম কোর্টে সরাসরি বিচারক হিসেবে নিয়োগ পেতে পারেন।

আরও পড়ুন- তৃতীয় ঢেউয়ের পদধ্বনি, কেরালায় একদিনে করোনা আক্রান্ত ৩১০০০ এর বেশি

প্রসঙ্গত উল্লেখ্য, বিচারপতি নাগরত্ন ২০০৮ সালে কর্ণাটক হাইকোর্টের অতিরিক্ত বিচারক এবং প্রায় দুই বছর পর স্থায়ী বিচারপতি হিসেবে নিযুক্ত হন। ২০২৭ সালে বিভি নাগরত্ন (BV Nagarathna) ভারতের প্রথম প্রধান বিচারপতি হলে ফের আরও একবার নারীশক্তির জয় হবে। জল, স্থল, আকাশ সব ক্ষেত্রেই নারীরা যখন তাঁদের যোগ্যতা প্রমাণ করছেন তখন ভারতের কাছে একজন প্রধান মহিলা বিচারপতি থাকার দাবি উঠেছে। অবসর নেওয়ার আগে ভারতের প্রাক্তন প্রধান বিচারপতি এস এ বোবদে বলেছিলেন যে “ভারতের মহিলা প্রধান বিচারপতি হওয়ার সময় এসেছে”।