রেড ভলেন্টিয়ারকে মেরে বিপাকে পশুপ্রেমী, ক্ষমা চাইতে বাধ্য করল জনগণ

0
21525

খাস খবর ডেস্ক: টলি অভিনেত্রী শ্রীলেখা মিত্রের সঙ্গে ডেটে যাওয়ার শর্তে কুকুরছানা দত্তক নিয়েছিলেন রেড ভলেন্টিয়ার৷ তবে শেষমেশ মারা গিয়েছে সারমেয় ‘টুম্পা’। এবার তার জেরেই উত্তাল সোশ্যাল মিডিয়া। গতকাল শশাঙ্ককে মারধোর করেছিলেন পশুপ্রেমী সংগঠনের এক সদস্যা। আজ তার জেরে সর্বসমক্ষে ক্ষমা চাওয়ানো হল তাঁকে।

জনপ্রিয় টলি অভিনেত্রী শ্রীলেখা মিত্রের আবেদনে সাড়া দিয়ে কুকুরছানা দত্তক নিয়েছিলেন রেড ভলেন্টিয়ার শশাঙ্ক ভাবসর। প্রতিশ্রুতি অনুযায়ী শশাঙ্কের সঙ্গে ডেটেও গিয়েছিলেন শ্রীলেখা। সোশ্যাল মিডিয়ায় ছবি পোস্ট করেছিলেন অভিনেত্রী৷ তবে দত্তক নেওয়ার পর ছোট্ট ‘টুম্পা’কে বাঁচাতে পারেননি শশাঙ্ক। মৃত্যু হয়েছে কুকুর শাবকটির৷

- Advertisement -

আরও পড়ুন, যোগীরাজ্যে তৈরি হবে ব্রাহ্মস মিসাইল, সবুজ সংকেত সরকারের

এই ঘটনাই এবার সাড়া ফেলে দিয়েছে সোশ্যাল মিডিয়ায়। গোটা ঘটনায় ক্রমাগত রেড ভলেন্টিয়ার শশাঙ্ককে দায়ী করে চলেছেন শ্রীলেখা৷ তাঁর বক্তব্য, শুধুমাত্র ডেটে যাওয়ার লোভেই কুকুর দত্তক নিয়েছিলেন শশাঙ্ক। তারপর তিনি খুন করেছেন শাবকটিকে৷ শাবকটি মারা যাওয়ার পরও তার ছবি দেখিয়ে মিথ্যে বলেছেন শশাঙ্ক৷ বিশ্বাস নিয়ে ছেলেখেলা করেছেন তিনি।

এই খবর প্রকাশ্যে আসার পরই উত্তাল হয়ে ওঠে সোশ্যাল মিডিয়া। পশুপ্রেমীদের রোষাণলে পড়েন শশাঙ্ক৷ গতকাল পিপলস ফর অ্যানিমাল ফোরামের সদস্যা আয়ুষি দে হাজির হন শশাঙ্কের বাড়ির সামনে৷ রাস্তার মাঝেই তাঁকে উচিত শিক্ষা দিতে চান আয়ুষি৷ বাড়ি থেকে বের করে এনে চেঁচামেচি শুরু করেন। এক রাস্তা লোকের সামনে চড় থাপ্পড়ও মারেন৷

আরও পড়ুন, যেন সাক্ষাৎ যমদূত, আতঙ্ক ছড়াচ্ছে তালিবানের বদরি-৩১৩

ফের বিতর্ক শুরু হয় নেটপাড়ায়। মানুষ প্রশ্ন তোলে, কুকুরটিকে মেরে ফেলা হয়েছে নাকি সে এমনিই মারা গিয়েছে তা পরের প্রশ্ন। আইনি ব্যবস্থা নিলে আইন নিজের পথে চলবে৷ কিন্তু এভাবে এক রাস্তা লোকের সামনে চড় থাপ্পড় মারার অধিকার কীভাবে পান আয়ুষী? আজ সেই মারধোর করার খেসারতই দিতে হল আয়ুষীকে৷ অড়িয়াদহে রাস্তার মাঝে সর্বসমক্ষে ক্ষমা চাইতে হল তাঁকে। আজ সকালে তাঁকে দিয়ে ক্ষমা চাওয়াল ক্ষুব্ধ জনগণ। চাপে পড়ে শশাঙ্ককে মারার জন্য নিজের দোষ স্বীকার করে নিয়েছেন আয়ুষী।