দলের চাপেই কি মুখ্যমন্ত্রীর ইস্তফা, জল্পনায় ফুটছে উত্তরাখণ্ড

0
77

সংবাদসংস্থা: প্রত্যাশিতভাবেই মুখ্যমন্ত্রীর পদ থেকে ইস্তফা দিলেন তিরথ সিং রাওয়াত। ফলে চার মাসের মাথায় ফের উত্তরাখণ্ড বদল ঘটতে চলেছে মুখ্যমন্ত্রীর৷ শুক্রবার রাতের দিকে রাজভবনে গিয়ে রাজ্যপাল বেবি রানি মৌর্যের হাতে নিজের ইস্তফাপত্র তুলে দেন উত্তরাখণ্ডের মুখ্যমন্ত্রী তিরথ৷ তবে এবিষয়ে তিনি কোনও মন্তব্য করতে রাজি হননি৷ স্বাভাবিকভাবেই জল্পনা তৈরি হয়েছে যে দলের চাপেই মাত্র চার মাসের মধ্যে মুখ্যমন্ত্রীর পদ থেকে ইস্তফা দিতে বাধ্য হলেন পাউরি গারোয়ালের প্রাক্তন সাংসদ৷

আরও পড়ুন: মমতার ‘মিশন ২৪’ সফল করতে দিল্লি পাড়ি দিচ্ছেন ‘রায় সাহেব’

- Advertisement -

দলের একটি সূত্রের দাবি, এর আগে উত্তরাখণ্ডের মুখ্যমন্ত্রী ছিলেন ত্রিবেন্দ্রের৷ তাঁকে সরিয়ে ওই পদে বসানো হয়েছিল পাউরি গারোয়ালের সাংসদ তিরথ সিং রাওয়াতকে৷ নিয়ম মতো আগামী ৬ মাসের মধ্যে তাঁকে কোনও একটি কেন্দ্র থেকে জয়ী হয়ে আসতে হত৷ সেই নিয়মে তাঁর মেয়াদ শেষ হওয়ার তারিখ ছিল ১০ সেপ্টেম্বর৷ কিন্তু এর মাঝে উপ নির্বাচন করার জন্য একবারও দলের তরফে কোনও আবেদন জানানো হয়নি কমিশনে৷ স্বাভাবিকভাবেই দলের একটি অংশের দাবি, রাওয়াতকে মুখ্যমন্ত্রীর পদে আর রাখতে রাজি ছিলেন না দলের সিংহভাগ অংশ৷ যার নিট ফল তিনি ইস্তফা দিতে বাধ্য হলেন৷

আরও পড়ুন: বন্ধ্যাত্ব দূরীকরণের চিকিৎসায় মানবিকতার মেলবন্ধন ঘটাচ্ছেন ডা: বিধান রায়ের ভাবশিষ্য ডা: খাস্তগীর

পরবর্তী মুখ্যমন্ত্রী হিসেবে বিজেপির অন্দর থেকে উঠে আসছে একাধিক নাম৷ মুখ্যমন্ত্রীর দৌড়ে রয়েছেন পর্যটনমন্ত্রী সতপাল মহারাজ, উচ্চশিক্ষা মন্ত্রী ধন সিং রাওয়াতেরা৷ তবে আরএসএসের নিচুস্তর থেকে সংগঠনের মাধ্যমে উঠে আসার দৌলতে পাল্লা ভারী ধন সিং রাওয়াতের৷ দলের এক শীর্ষ নেতার কথায়, ‘‘আর মাত্র কয়েকমাস পরেই উত্তরাখণ্ডের নির্বাচন৷ ফলে শেষ মুহূর্তে মুখ্যমন্ত্রী পদে কাকে নিযুক্ত করা হবে তা নিয়ে শীর্ষ নেতারাই চূড়ান্ত সিদ্ধান্ত নেবেন৷’’

আজ শনিবার এবিষয়ে পরিষদীয় দলের বৈঠকে চূড়ান্ত সিদ্ধান্ত গ্রহণ করা হবে৷ হাই কম্যাণ্ডের তরফে ওই বৈঠকে হজির থাকবেন দলের কেন্দ্রীয় পর্যবেক্ষক নরেন্দ্র সিং তোমর৷ অন্যদিকে বারংবার মুখ্যমন্ত্রী পরিবর্তনের জেরে রাজ্যের উন্নয়ন ব্যাহত হচ্ছে বলে অভিযোগ করে কংগ্রেসের রাজ্য সাধারণ সম্পাদক বিজয় সারস্বত বলেন, ‘‘নিজেদের স্বার্থে উত্তরাখণ্ডের ভবিষ্যৎকে ক্রমেই অন্ধকারের দিকে ঠেলে দিচ্ছেন বিজেপির নেতারা৷’’ আগামী নির্বাচনে মানুষ এর জবাব দেবেন বলে দাবি করেন তিনি৷