মমতার ‘মিশন ২৪’ সফল করতে দিল্লি পাড়ি দিচ্ছেন ‘রায় সাহেব’

‘‘আমাদের এখন পাখির চোখ, রাজধানী৷ কারণ, দিদি বারে বারে একটা কথাই বলেছেন, ‘দেশকে রক্ষা করতে না পারলে বাংলাকে রক্ষা করা অসম্ভব৷’ তাই জনস্বার্থ বিরোধী বিজেপিকে ঠেকাতে বিরোধী শক্তিকে একত্রিত করার কাজটাই করবেন মুকুলদা৷’’

0
268

সুমন বটব্যাল, কলকাতা: ২১ জুলাই শহিদ সমাবেশ হবে কি না তা এখনও চূড়ান্ত নয়৷ তবে বাংলা ছাড়িয়ে এবারে দেশের ভূমিতে নিজেদের আধিপত্য বজায়ে মরিয়া তৃণমূল৷ ‘মিশন ২৪’ কে সামনে রেখেই তাই ঘুঁটি সাজাতে এই জুলাইয়েই পাকাপাকিভাবে দিল্লি পাড়ি দিতে চলেছেন রায় সাহেব৷

আরও পড়ুন: বিধায়ক পদ থেকে ইস্তফা, দলের শীর্ষ পদে বসছেন মুকুল

- Advertisement -

তৃণমূলের অভ্যন্তরীণ সূত্রের খবর, অচিরেই দলের সর্বভারতীয় সহ সভাপতির পদে বসতে চলেছেন মুকুল রায়৷ একই সঙ্গে বিজেপির বিধায়ক পদ থেকে তাঁর ইস্তফা দেওয়া এখন শুধুই সময়ের অপেক্ষা৷ কারণ, অদূর ভবিষ্যতে তাঁকে লোকসভায় দেখা যাবে তৃণমূলের রাজ্যসভার সাংসদ হিসেবে৷ তাঁর ঘাড়ে এবার আরও ‘গুরু দায়িত্ব’ সঁপে দিতে চলেছেন মমতা বন্দ্যোপাধ্যায়৷

আরও পড়ুন: west bengal assembly election 2021: বাংলার ‘রায়’-এ ‘সত্য’-এর ‘জিৎ’

কেন? দলের প্রথমসারির এক নেতার কথায়, ‘‘আমাদের এখন পাখির চোখ, রাজধানী৷ কারণ, দিদি বারে বারে একটা কথাই বলেছেন, ‘দেশকে রক্ষা করতে না পারলে বাংলাকে রক্ষা করা অসম্ভব৷’ তাই জনস্বার্থ বিরোধী বিজেপিকে ঠেকাতে সময় থাকতেই অকংগ্রেসি, অবিজেপি আঞ্চলিক দলগুলিকে একত্রিত করা জরুরি৷ বিরোধী শক্তিকে একত্রিত করার সেই কাজটাই করবেন মুকুলদা৷’’

আরও পড়ুন: ভাইরাল ‘তৃণমূলের ঘরের ছেলে’ মুকুল রায়ের শ্রাদ্ধশান্তির ভিডিও

ওই নেতার ব্যাখ্যা, ‘‘একুশের কঠিন লড়াইয়ে বড় ভূমিকা নিয়েছিলেন অভিষেক৷ প্রমাণ করে দিয়েছেন যে তিনি জাত রাজনীতিক৷ কিন্তু সর্বভারতীয় রাজনীতিতে ছোট ছোট দলগুলিকে একমালায় গাঁথতে হলে নবীন অভিষেকের পক্ষে তা যথেষ্ট কষ্টসাধ্য হয়ে উঠবে৷ এদিকে দেশকে রক্ষা করাও জরুরি৷ তাই সচিন-শেহবাগ জুটির মতো তৃণমূলের হয়ে সর্বভারতীয় স্তরে প্রতিপক্ষের বিরুদ্ধে চোখে চোখ রেখে লড়াই করতে হলে প্রবীণ-নবীনের মিশ্রনটা জরুরি৷ মুকুল-অভিষেক দ্বৈরথ সেই অসাধ্যসাধনটা করতে পারবেন বলেই মনে করছেন স্বয়ং নেত্রী৷’’

আরও পড়ুন: ছেলেকে তৃণমূলে পাঠিয়ে ঘরে-ফেরা নিশ্চিত করতে চাইছেন মুকুল রায়

তাহলে বাংলায় ব্যক্তি মুকুলের ‘সাম্রাজ্য’ কে সামলাবেন? দলীয় সূত্রের খবর, কৃষ্ণনগর উত্তর বিধানসভা কেন্দ্র থেকে বিজেপির টিকিটে জয়ী মুকুলবাবু পদত্যাগ করার পর সংশ্লিষ্ট আসনে উপনির্বাচন অবশ্যম্ভাবী৷ ইতিমধ্যেই ওই আসনে মুকুল পুত্র শুভ্রাংশুর নাম চূড়ান্ত হয়ে গিয়েছে তৃণমূল শিবিরে৷ সন্তানের জয় নিয়ে ভাবিত নন ‘রায় সাহেব’ও৷ বরং, বাংলার মাটিতে আলাদা করে গড়ে তোলা ‘নিজের সাম্রাজ্যে’র গুরুভার সন্তানের ওপরেই বর্তাতে চাইছেন কাঁচরাপাড়ার পোড়খাওয়া রাজনীতিক৷