ফের কন্ডোম বির্তকে সায়নীকে জড়ালেন তথাগত

যার জবাবে এদিন কড়া প্রতিক্রিয়া জানিয়েছেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়৷ তীব্র শ্লেষের সঙ্গে তথাগতবাবুর উদ্দেশ্যে তিনি বলেছেন, ‘‘ভোটে হেরেও শিক্ষা হয়নি৷’’

0
171

কলকাতা: শনিবারই সংগঠনের যুব সভানেত্রী হিসেবে তাঁর নাম ঘোষণা করেছেন তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়৷ তারকা অভিনেত্রী থেকে রাজনীতির ময়দানের নেত্রী হয়ে ওঠা সেই সায়নী ঘোষকে কেন্দ্র করে অবশ্য আক্রমণের পথ থেকে সরে আসছে না বিজেপি৷ এদিন সায়নী প্রসঙ্গে নিজের টুইটার অ্যাকাউন্ট থেকে চাঞ্চল্যকর অভিযোগ এনে তা স্পষ্ট করে দিয়েছেন বিজেপি নেতা তথা উত্তর-পূর্বের ৩ রাজ্যের প্রাক্তন রাজ্যপাল তথাগত রায়।

আরও পড়ুন: বাংলাকে সুরক্ষিত রাখতে সংসদ-দখলই পাখির চোখ অভিষেকের

- Advertisement -

শিব লিঙ্গে কন্ডোম পরাচ্ছেন একজন মহিলা৷ এডস সচেতনতায় গ্রাফিক্সের ভিতরে লেখা, ‘বুলাদির শিবরাত্রি’৷ এই সংক্রান্ত সায়নীর ফেসবুক অ্যাকাউন্টের অতীতের একটি পোস্টের ক্যাপশনে লেখা ছিল ‘এর থেকে বেশি কার্যকরী হতে পারেন না ঈশ্বর’। ওই পোস্টকে উত্থাপন করে বিজেপি নেতা তথাগত নিজের টুইটারে এদিন লিখেছেন, ‘‘শিবলিঙ্গে কন্ডোম পরিয়ে তাবৎ হিন্দুকে, বিশেষত শিবভক্তদের, চরম অপমান করেছেন সায়নী ঘোষ। অথচ তাকে উত্তরোত্তর সম্মান দিয়ে হিন্দুদের কি বলতে চাইছেন মমতা? আমি ভোটে জিতেছি, এবার যা খুশি করব। তোরা অসহায় হিন্দুরা কি করতে পারিস?’

আরও পড়ুন: ‘বেসুরো’রা কি একজোট হচ্ছে, প্রশ্ন বিজেপির অন্দরেই

যার জবাবে এদিন কড়া প্রতিক্রিয়া জানিয়েছেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়৷ তীব্র শ্লেষের সঙ্গে তথাগতবাবুর উদ্দেশ্যে তিনি বলেছেন, ‘‘ভোটে হেরেও শিক্ষা হয়নি৷’’ একই সঙ্গে দাবি করেছেন, ‘‘বিজেপি সব সময় রাজনৈতিক তাস খেলতে চাই৷ কিন্তু বাংলার মানুষ ওদের প্রত্যাখ্যান করে বুঝিয়ে দিয়েছে বাংলায় সাম্প্রদায়িক রাজনীতি চলে না৷’’

প্রসঙ্গত, ২০১৫ সালে সায়নীর ফেসবুক ওয়ালের ওই পোস্টকে কেন্দ্র করে গত ১৬ জানুয়ারি কলকাতার রবীন্দ্র সরোবর থানায় অভিযোগ দায়ের করেছিলেন বিজেপি নেতা তথাগত৷ দাবি করেছিলেন, তিনি শিবভক্ত৷ সায়নীর পোস্টে হিন্দু ভাবাবেগ আঘাত পেয়েছে৷ তাই ওঁর বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হোক৷ যদিও সায়নী সাফ জানিয়ে ছিলেন, সেসময় তাঁর অ্যাকাউন্টটি হ্যাক করা হয়েছিল৷ তারপরেও যে বিজেপি সায়নী প্রসঙ্গে পাল্টা আক্রমণের পথ থেকে সরে আসছেন না, তা তথাগতর বক্তব্য থেকেই স্পষ্ট বলে মনে করা হচ্ছে৷