Digha: কমছে দিঘার সমুদ্রের নাব্যতা, মোহনায় ডুবল মাছ ভর্তি ট্রলার, সাঁতরে পারে এলেন মৎস্যজীবীরা

0
87

দিঘা: মৎস্য শিকার করে ফেরার পথে সমুদ্রের মোহনায় ডুবল মাছ ভর্তি ট্রলার। ট্রলার ডুবে যাচ্ছে দেখে আতঙ্কিত হয়ে পড়েন মৎ্যসজীবীরা৷ প্রাণ বাঁচাতে তাঁরা মাছ ভর্তি ট্রলারের মায়া ছেড়ে সমুদ্রে ঝাঁপ দেন এবং সাঁতরে পাড়ে উঠে আসেন৷ খবর পেয়ে পরে মোহনায় ডুবে যাওয়া ট্রলারটি উদ্ধারের কাজ শুরু করা হয়েছে৷ ঘটনার জেরে দিঘার মৎস্যজীবীদের মধ্যে তীব্র আলোড়ন তৈরি হয়েছে৷

অবিলম্বে দিঘার সমুদ্রে ড্রেজিংয়ের দাবি জানিয়েছেন মৎস্যজীবীরা৷ তাঁরা বলছেন, বারংবার বলা হয়েছে রাজ্য সরকারকে৷ এই ঘটনার পর ফের জানানো হল৷ তবে এরপরও যদি সমুদ্রে ড্রেজিং না করা হয় তাহলে আগামীদিনে সমুদ্রে মাছ ধরতে যাওয়া প্রায় অসম্ভব হয়ে দাঁড়াবে৷

- Advertisement -

জানা গিয়েছে, ২৭ অক্টোবর ‘মা জগৎময়ী’ নামে একটি ট্রলার মৎস্য শিকার করতে সমুদ্র পাড়ি দিয়েছিল। সমুদ্র থেকে মৎস্য শিকার করে মঙ্গলবার সকালে দিঘা মোহনা আসছিল মাছ ভর্তি ছিল। দিঘা মোহনার কিছুটা আগে ট্রলারটি ডুবে যায়। কোনরকমে সমুদ্রে ঝাঁপ দিয়ে মৎস্যজীবীরা শঙ্করপুরে পাড়ে উঠেন। প্রাথমিক চিকিৎসার পর তাদের ছেড়ে দেওয়া হয়েছে। ডুবে যাওয়া ট্রলারের ক্ষয়ক্ষতির পরিমাণ প্রায় ৩০ লক্ষ টাকা বলে প্রাথমিকভাবে অনুমান করা হচ্ছে।

দীর্ঘদিন ধরে মোহনায় ড্রেজিংয়ের সমস্যা কারণে দুর্ঘটনা বলে প্রাথমিক অনুমান। ডুবে যাওয়া ট্রলারে উদ্ধারের কাজ শুরু করেছেন মৎস্যজীবীরা। যদিও এখনও পর্যন্ত তা সম্ভব হয়ে উঠেনি। দিঘা মৎস্যজীবী সংগঠনের সম্পাদক শ্যামসুন্দর দাস বলেন, “দিঘা মোহনা দীর্ঘদিন ধরে ড্রেজিংয়ের সমস্যা রয়েছে। এই সমস্যার কারণে টলার ডুবলো। মৎস্যজীবীরা সুরক্ষিত রয়েছে। দ্রুত ড্রেজিংয়ের জন্য রাজ্য সরকারকে আবেদন জানিয়েছি৷’’

আরও পড়ুন: Local train: লোকালের চাকা গড়াতেই ফিরল রেল-রোকোর ট্র্যাডিশন, সমস্যায় অফিস যাত্রীরা