Local train: লোকালের চাকা গড়াতেই ফিরল রেল-রোকোর ট্র্যাডিশন, সমস্যায় অফিস যাত্রীরা

0
53

নদিয়া: হাওড়ার নলপুরের পর এবার নদিয়ার জালালখালি স্টেশন৷ ফের রেল অবরোধ অবরোধকারীরা৷ ফলে সমস্যায় পড়েছেন রেল যাত্রীরা৷ আন্দোলনকারীদের অবরোধের জেরে দীর্ঘক্ষণ বন্ধ রইল শিয়ালদহ-লালগোলা শাখার ট্রেন চলাচল৷

আন্দোলনকারীদের দাবি, প্রতিটা ট্রেন স্টেশনে দাঁড় করাতে হবে৷ এই দাবিতেই এদিন শিয়ালদহ থেকে লালগোলা যাওয়ার পূর্ব রেলের এই শাখায় সকাল ছ’টা থেকে অবরোধ শুরু করে এলাকার সাধারণ নাগরিকরা৷ তাঁদের দাবি, সমস্ত লোকাল এবং লালগোলা ট্রেন ও লালগোলা প্যাসেঞ্জার ট্রেন এখানে দাঁড় করাতে হবে৷ তারা জানান, ট্রেন না দাঁড়ানোর ফলে দীর্ঘদিন ধরেই তাঁরা সমস্যায় পড়ছেন৷ বহুবার জানানোর পরও আজও সমস্যার সমাধান হয়নি৷ মিলেছে শুধু আশ্বাস৷ তাই আজকে দিনভর রেল রোকোর কর্মসূচি নিয়েছেন তাঁরা৷ ফলে সমস্যায় পড়েছেন রেল যাত্রীরা

- Advertisement -

প্রসঙ্গত, ৫০ শতাংশ যাত্রী নিয়ে গত রবিবার থেকে চালু হয়েছে লোকাল ট্রেন৷ তারপরই ১০০ শতাংশ যাত্রী নিয়ে ট্রেন চালানোর দাবিতে সোমবার হাওড়ার নলপুরে অবরোধ করেন স্থানীয়রা৷ অন্যদিকে শিয়ালদহ-বনগাঁ শাখায় দেখা গিয়েছে যাত্রীদের উপচে পড়া ভিড়৷ তিল ধারণের জায়গা না থাকার ছবি৷ তারই মাঝে এদিন ফের রেলযাত্রীদের রেল অবরোধের বিষয়টি সামনে আসায় অনেকেই বিষয়টিতে ক্ষোভ প্রকাশ করেছেন৷

একান্ত আলোচনায় রেল কর্তারাও বলছেন, এটা অন্যায় আবদার৷ এহেন দাবি মেনে নেওয়া যায় না৷ ‘খেতে পেলে শুতে চায়’ প্রবাদ আউড়ে তাঁরা বলছেন, যাত্রীরা যে দাবি করছেন, তা আদতে সুবিধার পর সুবিধা নেওয়ার চেষ্টা৷ আমরা চেষ্টা করছি ভালভাবে বোঝানোর৷ কারণ, তা না হলে যদি করোনার সংক্রমণ বাড়ে তাহলে তো ফের ট্রেন চলাচলই বন্ধ হয়ে যাবে৷ যদিও নিজেদের দাবিতে এখনও অনড় রয়েছেন স্থানীয় বাসিন্দা ও নিত্যযাত্রীরা৷

আরও পড়ুন: Mohua Maitra: ফের কু-কথা মহুয়ার মুখে, পক্ষপাতিত্বের অভিযোগে গণনার শুরু থেকেই অশান্ত শান্তিপুর