TMC Won Dinhata: নিশীথের বুথেই ২৭৫ ভোটে লজ্জার হার বিজেপির, দিনহাটায় জয়ী উদয়ন গুহ

শুরু থেকেই চার কেন্দ্রের মধ্যে চারটিতেই এগিয়ে ছিল তৃণমূল। বেলা বাড়তেও সেই ধারাও অব্যহত। ইতিমধ্যেই দিনহাটায় উদয়ন গুহ ও গোসাবায় সুব্রত মণ্ডলকে তৃণমূল প্রার্থী হিসাবে জয়ী বলে ঘোষণা করে দেওয়া হয়েছে।

0
59

দিনহাটা: দিনহাটায় লজ্জার হার বিজেপির। গেরুয়া শিবিরকে মাত দিয়ে রেকর্ড মার্জিনে জয়ী হয়েছেন তৃণমূল প্রার্থী উদয়ন গুহ। গত বিধানসোভা নির্বাচনে মাত ৫৭ ভোটে হেরেছিলেন এই উদয়ন গুহই। সেই তিনিই লক্ষাধিক ভোটের ব্যবধানে জয়ী হলেন। রাজনৈতিক পর্যবেক্ষকদের মতে দিনহাটায় এই জয় তৃণমূলের জন্য অত্যন্ত তাৎপর্যপূর্ণ হতে চলেছে। ১ লক্ষ ৬৩ হাজার ৫ ভোটে জিতেছেন তৃণমূল প্রার্থী।

কেন্দ্রীয় প্রতিমন্ত্রী নিশীথ প্রামাণিকের নিজের ২৩৪ নম্বর বুথে মাত্র ৯৫ টি ভোট পেয়েছে বিজেপি। ২৭৫ টি ভোটে তৃণমূলের কাছে লজ্জার হার গেরুয়া শিবিরেরর। নিশীথ প্রমানিকের বুথে ৩৬০ টি ভোট পেয়েছেন তৃণমূল প্রার্থী উদয়ন গুহ। স্বাভাবিক ভাবেই এই নিয়ে এখন আলোচনা শুরু হয়ে গিয়েছে। যে কেন্দ্র গত বিধানসোভা কেন্দ্রে জয়ী হয়েছিলেন বিজেপির নিশীথ প্রামাণিক সেই কেন্দ্র এবার হাতছাড়া হয়ে গিয়েছে। কয়েক মাসের ব্যবধানে গেরুয়া শিবিরের কেন এত খারাপ ফল তার জবাব নিশীথের কাছ থেকে কেন্দ্র চাইতে পারে বলেই বলছেন রাজনৈতিক মহলের একাংশ।

- Advertisement -

শুরু থেকেই চার কেন্দ্রের মধ্যে চারটিতেই এগিয়ে ছিল তৃণমূল। বেলা বাড়তেও সেই ধারাও অব্যহত। ইতিমধ্যেই দিনহাটায় উদয়ন গুহ ও গোসাবায় সুব্রত মণ্ডলকে তৃণমূল প্রার্থী হিসাবে জয়ী বলে ঘোষণা করে দেওয়া হয়েছে। অন্যদিকে শান্তিপুর ও খড়দহে ফলফল ঘোষণা করা না হলেও ব্যপক ব্যবধানে এগিয়ে রয়েছে বাংলার শাসক শিবির। অর্থাৎ পূর্বের ঘোষণা অনুসারে ফলফল ৪-০ হচ্ছে তা একপ্রকাশ নিশ্চিত।