BREAKING: বন্ধ রেলগেট, লাইনের মাঝে দাঁড়িয়ে ওলা গাড়ি, দু’দিক দিয়ে ছুটে চলেছে ট্রেন

0
97

খড়দহ: রোমহষর্ক ঘটনার সাক্ষী থাকলেন রেলযাত্রী থেকে সাধারণ মানুষ সকলেই৷ বন্ধ রেলগেট, লাইনের মাঝে দাঁড়িয়ে ওলা অল্টো গাড়ি, দু’দিক দিয়ে ছুটে চলেছে ট্রেন! খড়দহে এমনই ঘটনার সাক্ষী থাকলেন নিত্যযাত্রীরা৷ হতবাক সকলেই৷ ঘটনায় রেলের গাফিলতি নিয়ে উঠছে প্রশ্ন৷

রেল পুলিশ ও স্থানীয় সূত্রের খবর, শুক্রবার রাত আটটা নাগাদ ঘটনাটি ঘটে খড়দহ রেল স্টেশন সংলগ্ন ৯ নং রেলগেটে৷ সেখানে লাইনের মাঝে দাঁড়িয়ে ওলা অল্টো গাড়ি। তারমধ্যেই বন্ধ রেল গেট! আর লাইনের মাঝে দাঁড়িয়ে থাকা গাড়ির দুই পাশ দিয়ে ছুটে চলছে মেল ট্রেন!

- Advertisement -

শিউড়ে ওঠা এই ঘটনায় দেখে তাজ্জব হয়ে যান নিত্যযাত্রীরা। ঘটনায় রেলের গাফিলতির দিকেই প্রশ্ন তুলেছেন পথচলতি মানুষ থেকে রেলের নিত্যযাত্রীরা৷ তাঁদের কথায়, ট্রেন আসছে, গেট ম্যান যখন রেলের গেট বন্ধ করছিলেন তখন কি তিনি বিষয়টি খেয়াল করেননি? কিভাবেই বা গাড়িটি ঢুকে পড়ল? সকলেরই মতে, ঘটনায় গাফিলতির বিষয়টি স্পষ্ট৷ তবে অল্পের জন্য বড়সড় রেল দুর্ঘটনার হাত থেকে রক্ষা পেয়েছে সকলে৷

আশ্চর্যজনকভাবে, ঘটনার পর রেল গেট খোলা হলে ওলা চালক গাড়ি নিয়ে উধাও হয়ে যান৷ ‘চোর পালালে বুদ্ধি বাড়ে’র স্টাইলে পরে তাঁর খোঁজে তল্লাশি শুরু করেছে রেল পুলিশ৷ কিভাবে এমন ঘটনা ঘটল? গেট ম্যান জানান, ‘‘গাড়ি রেখে গাড়ির চালক চলে গিয়েছিল৷ ট্রেন চলে আসায় গেট বন্ধ করতে বাধ্য হই৷’’ পরে তাহলে ওই গাড়িটিকে আটকালেন না কেন? জবাব মেলেনি গেটম্যানের৷ অভিযোগ, রেলের এই উদাসীনতা ঢাকতে ঘটনার পরই লেবেল ক্রসিংয়ে নেমে পড়েন RPF জওয়ানরা। তাঁরা ছবি তুলতে বাধা দেন। যদিও পুরো বিষয়টি নিয়ে মুখে কুলুপ এঁটেছেন খড়দহ স্টেশনের রেল কর্তৃপক্ষ।

আরও পড়ুন: বাংলায় ‘রাজ’ করতে ধেয়ে আসছে Cyclone Jawad, দোসর হিসেবে হাজির কোটালও