বাংলায় ‘রাজ’ করতে ধেয়ে আসছে Cyclone Jawad, দোসর হিসেবে হাজির কোটালও

0
70
File Photo

কলকাতা: একে মনসা, তায় আবার ধুনোর গন্ধ৷ বহুল ব্যবহারে জীর্ণ এই প্রবাদ ফের বাস্তবায়িত হতে চলেছে, রাজ্যের দিকে ধেয়ে আসা ঘূর্ণিঝড় ‘জাওয়াদ’ এর দৌলতে৷ কারণ, পুরী ছুঁয়ে ক্রমেই বাংলার উপকূল অঞ্চলের দিকে এগিয়ে আসা জাওয়াদের সঙ্গে কাকতালীয়ভাবে হাজির ভরা কোটালও৷

পঞ্জিকা মতে, শুক্রবার-শনিবার অমাবস্যা৷ স্বাভাবিকভাবেই অমাবস্যার প্রভাবে ভরা কোটাল দেখা দেবে নদীতে৷ এদিকে শনিবার সন্ধের পর থেকে ক্রমেই বাড়বে ‘জাওয়াদে’র গতিবেগ৷ আশঙ্কা করা হচ্ছে, ঘণ্টায় ৭০ থেকে ৮০ কিলোমিটার গতিবেগে বাংলার আকাশে ‘রাজ’ করবে ‘জাওয়াদ’৷ সবমিলিয়ে আশঙ্কার ঘনাঘটায় তটস্থ সমুদ্র উপকূলবর্তী এলাকার বাসিন্দারা৷ উদ্বিগ্ন প্রশাসনও৷

- Advertisement -

ইতিমধ্যে হাওয়া অফিসের আশঙ্কা সত্যি করে শনিবার সকাল থেকে জেলায় জেলায় ভারী থেকে মাঝারি বৃষ্টিপাত শুরু হয়েছে৷ হাওয়া অফিস জানাচ্ছে, দুপুরের পর থেকে ক্রমেই হাওয়ার গতিবেগ বাড়বে৷ পাল্লা দিয়ে বাড়বে বৃষ্টিপাতও৷ মনে করা হচ্ছে, আজ শনিবার থেকে আপাতত টানা তিন দিন চলতে পারে এই দুর্যোগ৷ উপকূলবর্তী এলাকায় থাকবে ঝড়ের দাপট৷ অন্যত্র ঝড়ের দাপট বিরাট কোনও প্রভাব না থাকলেও ডিসেম্বরে বৃষ্টির হাত থেকে রেহাই মেলার সম্ভবনা নেই৷

এদিকে ঘূর্ণিঝড়ের দোসর হিসেবে কোটাল হাজির হওয়ায় সবচেয়ে বেশি উদ্বেগে রয়েছেন দক্ষিণ ২৪ পরগনা ও পূর্ব মেদিনীপুরের উপকূলবর্তী এলাকার বাসিন্দারা৷ কারণ, কোটালের ফলে জলোচ্ছ্বাস ওই সব অঞ্চলে বাড়তি বিড়ম্বনা তৈরি করতে পারে বলেই আশঙ্কা থাকছে৷ তবে পরিস্থিতির কথা আগাম আন্দাজ করে কলকাতা থেকে জেলা সর্বত্রই সজাগ রয়েছে প্রশাসন৷ খোলা হয়েছে কন্ট্রোল রুম৷

আরও পড়ুন: BREAKING: বন্ধ রেলগেট, লাইনের মাঝে দাঁড়িয়ে ওলা গাড়ি, দু’দিক দিয়ে ছুটে চলেছে ট্রেন