গরুপাচার মামলায় এনামুলকে জেরা করতে দিল্লিতে CID-র আধিকারিকরা

0
39
Cow Smuggling Case

খাস ডেস্ক: কেন্দ্রীয় সংস্থা CBI ও ED পাশাপাশি গরুপাচার মামলায় তদন্ত করছে CID। একের পর এক চাঞ্চল্যকর তথ্য উঠে এসেছে তদন্তকারীদের হাতে। ইতিমধ্যেই গরুপাচার মামলায় অনুব্রত মণ্ডলকে গ্রেফতার করেছে ইডি। আর অনুব্রতকে গ্রেফতারীর পর থেকেই তাঁকে নিয়ে দিল্লিতে নিয়ে যাওয়ার জন্য তৎপর আধিকারিকরা। এর মধ্যেই এনামুল হক (Enamul Haque) কে জেরা করতে দিল্লি পৌঁছল CID-র আধিকারিকরা।

বিস্তারিত খবর, লাইভ ভিডিও সহ সমস্ত রকম আপডেট পেতে লাইক করুন আমাদের ফেসবুক পেজ: https://www.facebook.com/khaskhobor2020/

- Advertisement -

সিআইডি সূত্রের খবর, আগামী কাল এনামুল (Enamul Haque) কে জেরা করবেন আধিকারিকরা। সিবিআইয়ের হাতে গ্রেফতার হওয়ার পর থেকে বর্তমানে তিহার জেলে বন্দি এনামুল (Enamul Haque)। শুধু এনামুলই (Enamul Haque) নয়, গরুপাচারে অভিযুক্ত এনামুলের তিন ভাগ্নেও। তাদের বিরুদ্ধেও চার্জশিট জমা দিয়েছে সিআইডি। যদিও ওই তিনজন অভিযুক্তই পলাতক।

আরও পড়ুন-দিল্লি AIIMS-এর সার্ভারের পর এবার হ্যাক করা হল জলশক্তি মন্ত্রকের টুইটার হ্যান্ডেল

প্রসঙ্গত, সিআইডির আধিকারিকরা মূলত মুর্শিদাবাদে গড়ে ওঠা গরু পাচারের একাধিক অভিযোগ নিয়ে তদন্ত করছে। এনামুল (Enamul Haque) এর গ্রেফতারীর পরেও তার কোম্পানি চালাত তার তিন ভাগ্নে। শুধু তাই নয়, ওই কোম্পানির নামে গরু পাচারের টাকা বিদেশে পাচার করত এনামুল (Enamul Haque) এর তিন ভাগ্নে। এই সম্পর্কেই আরও তথ্য জানতে দিল্লিতে পৌঁছে গিয়েছেন সিআইডির আধিকারিকরা।

সারাদিনের সমস্ত খবরের আপডেট পেতে ডাউনলোড করুন খাস খবর অ্যান্ড্রয়েড অ্যাপ: https://play.google.com/store/apps/details?id=app.aartsspl.khaskhobor

অন্যদিকে, কয়লা পাচার মামলায় ইডি-র তলবে আজ অর্থাৎ বৃহস্পতিবার দিল্লিতে হাজিরা দিলেন পুরুলিয়া জেলা পরিষদ সভাধিপতি ও তৃণমূল নেতা সুজয় বন্দ্যোপাধ্যায়। ইডি সূত্রের দাবি, কয়লা পাচার মামলায় অভিযুক্ত অনুপ মাজি ওরফে লালার ডায়েরিতে বেশ কয়েকজনের নাম পাওয়া যায়। আর সেই সমস্ত ব্যক্তিদের কাছে পৌঁছে দেওয়া হত প্রোটেকশন মানি। আর সেই সূত্রেই, পুরুলিয়া জেলা পরিষদের সভাধিপতির ওপরে এবার নজর রাখছেন ইডি-র আধিকারিকরা। যার জেরে আজ তাঁকে জিজ্ঞাসাবাদ করবেন ইডির আধিকারিকরা।