বাংলাদেশে লকডাউন, শুক্রবার থেকে খুলবে শপিংমল-দোকান

0
101
প্রতীকী ছবি

খাসখবর ডেস্ক: দেশ জুড়ে চলছে লকডাউন। তবে এরই মাঝে স্বাস্থ্যবিধি মাথায় রেখে বিধিনিষেধের মধ্যে শুক্রবার থেকে শপিংমল ও দোকান খোলার অনুমতি দিল বাংলাদেশ সরকার। সকাল ৯টা থেকে বিকেল ৫টা পর্যন্ত খোলা থাকবে এই শপিংমল-দোকান।

জানা গিয়েছে, আগামী ৯ থেকে ১৩ এপ্রিল সকাল ৯টা হতে বিকেল ৫টা পর্যন্ত স্বাস্থ্যবিধি মেনেই দোকানপাট ও শপিংমল খোলা রাখা যাবে। তবে স্বাস্থ্যবিধি প্রতিপালন না করা হলে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করবে সরকার। একইসঙ্গে চলতে থাকবে কোভিড-১৯-এর টিকাদান কার্যক্রম।

- Advertisement -

আরও পড়ুন-করোনা টিকার দ্বিতীয় ডোজ শুরু বাংলাদেশে

প্রসঙ্গত, করোনা ভাইরাসের সংক্রমণ উদ্বেগজনক হারে বাড়তে থাকায় গত ৫ এপ্রিল থেকে সাত দিনের লকডাউন জারি করে সরকার। এই লকডাউনের শেষ হবে ১১ এপ্রিল রাত ১২টায়। একইসঙ্গে লকডাউন পালনের জন্য ১১টি নির্দেশনা দেওয়া হয় সরকারের পক্ষ থেকে।

ওই নির্দেশনায় বলা হয়েছিল, শপিংমলসহ অন্যান্য দোকানপাট বন্ধ থাকবে। তবে দোকান, পাইকারি ও খুচরা পণ্য অনলাইনের মাধ্যমে কেনাবেচা করতে পারবে। সেক্ষেত্রে অবশ্যই সর্বাবস্থায় কর্মচারীদের মধ্যে আবশ্যিক স্বাস্থ্যবিধি মেনে চলতে হবে এবং কোনও ক্রেতা সশরীরে যেতে পারবে না। বন্ধ রাখা হয়েছিল গণপরিবহনও। লকডাউন শুরু হলে গণপরিবহন না পেয়ে প্রতিদিন দুর্ভোগ পোহাতে থাকেন যাত্রীরা, বিভিন্ন স্থানে বিক্ষোভ করেন তারা। একই সঙ্গে দোকান ও মার্কেট খুলে দিতেও আন্দোলনে নামেন মালিক-শ্রমিকরা।