মেয়েদের স্কুলের বাইরে অ্যান্টি রোমিও স্কোয়াড তৈরি হবে, ঘোষণা যোগীর

0
162

হুগলি: ২ মে বিজেপি ক্ষমতায় এলে মেয়েদের স্কুলের বাইরে অ্যান্টি রোমিও স্কোয়াড তৈরি হবে। যেসব গুন্ডারা মেয়েদের স্কুলের বাইরে ঘুরে বেড়াবে তাদের শায়েস্তা করা হবে। ধরবে আর ফেলবে। হুগলির জনসভা থেকে এই দাবি করলেন উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ।

প্রসঙ্গত, ২০১৭ সালে উত্তরপ্রদেশে ক্ষমতায় আসার পর অ্যান্টি রোমিও স্কোয়াড গঠন করেছে যোগী আদিত্যনাথের নেতৃত্বাধীন বিজেপি সরকার। যে সব যুবকরা বিভিন্ন স্কুলের সামনে নাবালিকাদের উত্যক্ত করে, তাদের ধরতে এই বাহিনী গঠন করা হয়। যদিও বিরোধীদের দাবি, মুসলিম যুবকদের হেনস্থা করতে এই বাহিনী গঠন করেছিলেন যোগী।

- Advertisement -

বৃহস্পতিবার হুগলির চাঁপদানির বিজেপি প্রার্থী দিলীপ সিংয়ের সমর্থনে সভা করেন উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ। তিনি বলেন, বিজেপি ক্ষমতায় এলে পরিবহন বিনামূল্য়ে চলবে। মেয়েরা কেজি থেকে পিজি পর্যন্ত ফ্রিতে পড়াশোনা করবে। সোনার বাংলা তৈরি হবে। রাজ্যের বেকার যুবকদের জন্য চাকরি দেওয়া হবে। বাংলা জুড়ে তখন ধ্বনি উঠবে ‘জয় শ্রী রাম’।

এদিনের সভা থেকে রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে কড়া ভাষায় আক্রমণ করেন উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী। যোগীর কথায়, নিজেকে বাংলার মেয়ে বলা দিদি দুর্গাপুজো, সরস্বতী পুজো করতে দেন না। উত্তরপ্রদেশে কেউ গোহত্যা করলে তাকে জেলে যেতে হয়। বাংলায় দিদি গোহত্যাকারীদের আড়াল করে রাখেন। এখানে তুষ্টিকরণের রাজনীতি চলে। তাই কোনও অপরাধ দেখতে পান না দিদি।

বিজেপির আমলে উত্তরপ্রদেশে ব্যাপক উন্নয়ন হয়েছে বলে দাবি করেন যোগী। যোগী বলেন, উত্তরপ্রদেশে এক কোটির বেশি লোক ঘর পেয়েছেন। শুল্ক ছাড়াই বাসিন্দারা রেশন-ঘর পেয়েছেন। কৃষকদের জন্য কোনও ব্যবস্থা করেননি দিদি। কেন্দ্রের টাকা তৃণমূলের গুন্ডাদের হাতে তুলে দিয়েছেন দিদি। বিজেপি ক্ষমতায় এলে বাংলার প্রকৃত উন্নয়ন হবে। ২ মে-র পর সোনার বাংলা হবে।

এর আগে রবিবার নির্বাচনী প্রচারে হুগলী জেলার জাঙ্গিপাড়ায় এসে বিস্ফোরক মন্তব্য করেন যোগী। তিনি বলেন, বাংলার মাটিতে বিজেপির সরকার প্রতিষ্ঠিত হলেই উত্তরপ্রদেশের গুণ্ডাদের সঙ্গে যা করা হয়েছে সেটাই তৃণমূলের গুণ্ডাদের সঙ্গেও করা হবে। ভোটের পরেই তৃণমূলের গুণ্ডাদের বিরুদ্ধে উপযুক্ত ব্যবস্থা নেওয়ার হুমকি দিয়েছেন যোগী। তাঁর কথায়, ভোটের ফলা ঘোষণার পরে বিজেপির সরকার এলেই ওই গুণ্ডারা নিজের পায়ে আর দাঁড়াতে পারবে না।