এলন মাস্কের মালিকানায় কোন পথে টুইটারের ভবিষ্যৎ

0
51

খাস খবর ডেস্ক: যা আন্দাজ করা হয়েছিল। ঠিক তা-ই ঘটতে চলেছে। মোটা টাকার বিনিময়ে সোশ্যাল নেটওয়ার্কিং প্লাটফর্ম টুইটার কিনে নিতে চলেছেন এলন মাস্ক। কিন্তু এ ব্যাপারটি কতখানি ইতিবাচক হতে চলেছে টুইটারের নিরিখে? টেসলা এবং Space X কর্ণধারের অধীনে কোন পথে পাড়ি জমাবে টুইটারের ভাগ্য?

খাস খবর ফেসবুক পেজের লিঙ্ক:
https://www.facebook.com/khaskhobor2020/

- Advertisement -

৪৪ বিলিয়ন ডলারে টুইটার কিনে নিচ্ছেন এলন মাস্ক। দীর্ঘদিন ধরেই এই প্রস্তাব তিনি টুইটার কর্তৃপক্ষকে দিয়ে আসছিলেন। অবশেষে সোমবার সে প্রস্তাব মেনে নেওয়া হল। আর এরপরই টুইটারের বর্তমান প্রধান নির্বাহী কর্মকর্তা পরাগ আগরওয়াল জানিয়ে দিলেন, বিশ্বের অন্যতম ধনকুবের এলন মাস্ক মালিক হলে টুইটারের ভবিষ্যৎ অন্ধকার হতে চলেছে।

নিজের বক্তব্যের সপক্ষে যুক্তিও দিয়েছেন পরাগ। টাউন হলে কর্মীদের উদ্দেশ্যে বিবৃতি দিতে গিয়ে জানান, “টুইটার যদি একবার হস্তান্তরিত হয়ে যায়। আমাদের ধারণা নেই যে তখন প্লাটফর্মটি কীভাবে কাজ করবে।” তিনি সরাসরি বলেন, “এলন মাস্কের অধীনে টুইটারের ভবিষ্যৎ কার্যত অনিশ্চিত।”

আরও পড়ুন: ১১টি দেশে দ্রুত ছড়িয়ে পড়ছে রহস্যজনক হেপাটাইটিস, মৃত ১, চিন্তায় বিজ্ঞানীরা

এলন মাস্ক প্রথম থেকেই দাবি করে আসছেন, তিনি কর্তৃত্ব পেলে টুইটার এক নয়া রূপ পাবে‌। স্বাধীন মতপ্রকাশের সেরা মঞ্চ হয়ে উঠবে টুইটার। কিন্তু পরাগ সন্দিহান, মাস্ক মালিক হলে টুইটারের কার্যপ্রণালী অব্যহত থাকবে তো। মূলতঃ ব্যক্তি মালিকানার অধীনে যেতে চলেছে টুইটার। মাস্ক নিজের পকেট থেকে অর্থ ব্যয় করে টুইটার কিনতে চলেছেন। টেসলা এই হাতবদলে অংশ নিচ্ছে না।