নেশামুক্তি কেন্দ্র থেকে উদ্ধার যুবকের মৃতদেহ, রণক্ষেত্র বেলঘরিয়া

0
57

বেলঘরিয়া: নেশা ছাড়ানোর জন্যই ভর্তি করা হয়েছিল নেশামুক্তি কেন্দ্রে। কিন্তু সেখানেই ঘটল বিপত্তি। নেশামুক্তি কেন্দ্র থেকেই উদ্ধার হল এক যুবকের মৃতদেহ। আর এই ঘটনায় রীতিমত উত্তেজনা ছড়াল গোটা এলাকায়। ঘটনাটি ঘটেছে বেলঘরিয়া যতীন দাস নগরে নেশামুক্তি কেন্দ্রে।

সুত্রের খবর, চারদিন আগে ওই মৃত যুবক কে তার পরিবারের লোকেরা নেশা ছাড়নোর জন্য ভর্তি করেছিল। তারপর থেকেই যুবকের পরিবার বারবার ভিডিও কলের মাধ্যমে তার সঙ্গে যোগাযোগ করার চেষ্টা করলেও কর্তৃপক্ষ কোনও যোগাযোগ করতে দেয়নি। এরপর আজ সকালে নেশামুক্তি কেন্দ্র থেকে ওই যুবকের বাড়িতে ফোন করে জানানো হয় যে, তাদের বাড়ির ছেলে হার্ট অ্যাটাকে মারা গিয়েছে।

- Advertisement -

আরও পড়ুন-বঙ্গে স্টাফ নার্স নিয়োগে বিজ্ঞপ্তি প্রকাশ, জানুন বিস্তারিত

এরপরেই এই খবর পেতেই পরিবারে লোক বেলঘরিয়া যতীন দাস নগর আসেন। একইসঙ্গে আশপাশের বাসিন্দারাও ওই এলাকায় পৌঁছায়। এরপর ওই নেশামুক্তি কেন্দ্রে ব্যপক ভাঙচুর চালায় স্থানীয় বাসিন্দারা। রীতিমত রণক্ষেত্রের রূপ নেয়।

স্থানীয় বাসিন্দাদের অভিযোগ, এই কেন্দ্রে ভর্তি হওয়া রোগীদের ওপর নেশা ছাড়ানোর নাম করে মারধর করা হতো। মৃতের পরিবারের অভিযোগ তাদের পরিবারের ছেলেকে কোন চিকিৎসা না দিয়ে উল্টে মারধর করে মেরে ফেলেছে। আর এই অভিযোগ তুলে ব্যাপক উত্তেজনা ছড়িয়ে পড়ে। ব্যাপক ভাঙচুর করা হয়েছে নেশামুক্তি কেন্দ্রে। এই ঘটনার খবর পেতেই ঘটনাস্থলে আসে বেলঘরিয়া থানার বিশাল পুলিশ বাহিনী। ইতিমধ্যেই এই ঘটনায় ২ জনকে আটক করেছে বেলঘরিয়া থানার পুলিশ।