নতুন বছর শুরুর আগেই রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু এবং  প্রধানমন্ত্রী মোদীকে শুভেচ্ছাবার্তা পাঠালেন পুতিন

0
39
Russia India Oil

নয়াদিল্লি: নতুন বছরকে স্বাগত জানাতে বাকি আর মাত্র কয়েকটা ঘণ্টা। উৎসবের আনন্দে মেতেছে গোটা বিশ্ব। শুভেচ্ছার জোয়ারে ভাসবে সকলেই। এর মধ্যেই  রাশিয়ার রাষ্ট্রপতি ভ্লাদিমির পুতিন ভারতকে নববর্ষের শুভেচ্ছা জানিয়েছেন । এই সঙ্গেই পুতিন জানিয়েছেন, G20 এবং সাংহাই কো-অপারেশন অর্গানাইজেশন (SCO) প্রেসিডেন্সিগুলি জনগণের সুবিধার জন্য বহুমাত্রিক ক্ষেত্রে রাশিয়া-ভারত সহযোগিতা গড়ে তোলার নতুন সুযোগ উন্মুক্ত করবে। ভারতের রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীকে নববর্ষ ২০২৩-এর শুভেচ্ছাও  জানিয়েছেন।

পুতিন ভারতের রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু এবং প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে একটি বার্তায় জানিয়েছেন, ২০২২  সালে রাশিয়া এবং ভারত তাদের কূটনৈতিক সম্পর্কের  ৭৫ তম বার্ষিকী চিহ্নিত করেছে। তিনি বলেছেন, দুই দেশ বন্ধুত্ব এবং পারস্পরিক শ্রদ্ধার ইতিবাচক ঐতিহ্যের উপর নির্ভর করে, দেশগুলি তাদের বিশেষ বিশেষ সুবিধাপ্রাপ্ত কৌশলগত অংশীদারিত্বের বিকাশ অব্যাহত রাখে। তিনি আরও বলছেন রাশিয়া-ভারত শক্তি, সামরিক প্রযুক্তি এবং সহযোগিতার অন্যান্য ক্ষেত্রের পাশাপাশি বৃহৎ আকারের বাণিজ্য ও অর্থনৈতিক প্রকল্পগুলি পরিচালনা করে এবং গুরুত্বপূর্ণ বিষয়গুলি সমাধানের প্রচেষ্টার সমন্বয় সাধন করে। এদিন পুতিন জোর দিয়ে বলেছেন, “আমি আত্মবিশ্বাসী যে ভারতের সম্প্রতি শুরু হওয়া SCO এবং G20 প্রেসিডেন্সিগুলি এশিয়া এবং সমগ্র বিশ্বে স্থিতিশীলতা ও নিরাপত্তা জোরদার করার স্বার্থে আমাদের জনগণের সুবিধার জন্য বহুমাত্রিক রাশিয়া-ভারত সহযোগিতা গড়ে তোলার নতুন সুযোগ উন্মুক্ত করবে।”

- Advertisement -

আরও পড়ুন- শহিদ বেদীতে হামলা, উত্তপ্ত নন্দীগ্রাম, নিশানায় বিজেপি

কেবল পুতিন নয়, এর আগে, বুধবার, ভারতে থাকা যুক্তরাজ্যের রাষ্ট্রদূত অ্যালেক্স এলিস ভারতকে “শুভ নববর্ষ” শুভেচ্ছা জানিয়ে বলেছিলেন যে এই বছর দুই দেশের মধ্যে সম্পর্ক আরও শক্তিশালী হয়েছে। টুইটে পোস্ট করা একটি ভিডিও বার্তায় এলিস বলেছেন, “২০২২ ভারত এবং যুক্তরাজ্যের জন্য একটি দুর্দান্ত বছর ছিল এবং এই বছর যুক্তরাজ্য এবং ভারত তাদের সম্পর্ককে আরও শক্তিশালী করেছে।” অর্থনৈতিক সম্পর্কের বিষয়ে কথা বলতে গিয়ে, এলিস বলেছেন ভারত এবং যুক্তরাজ্য এই বছর মুক্ত বাণিজ্য চুক্তি আলোচনা শুরু করেছে। অর্থাৎ নতুন বছর নতুন শুরুর আগে থেকেই শুরু হয়ে গিয়েছে একে অপরের সঙ্গে শুভেচ্ছা বিনিময়।