তথ্য চুরি করছে টিকটক, প্রমাণ দিল অ্যাপল

0
792

নয়াদিল্লি: তথ্য চুরি করছে চিন! বেশ কয়েকদিন ধরে সাইবার হামলার আশঙ্কা ঘুরছে ভারতের আকাশে। কিছু চিনা অ্যাপের মাধ্যামে তথ্য পৌঁছে যাচ্ছে হ্যাকারদের কাছে। নিরাপত্তা বাহিনীর সতর্কতার তালিকায় আছে টিকটিক। এটি একটি স্বল্প দৈর্ঘ্যের ভিডিও বানানোর চিনা অ্যাপ। এই অ্যাপ-কে ঘিরে যে তথ্য চুরির অভিযোগ ওঠে তার প্রমাণ দিল অ্যাপ।

আরও পড়ুন- পাকিস্তান স্টক এক্সচেঞ্জে সন্ত্রাস হামলায় জড়িত ৪ জঙ্গি খতম

- Advertisement -

সম্প্রতি আইফোনের নতুন অপারেটিং সিস্টেমের (আইওএস-১৪) আপডেট রিলিজ হয়েছে, সেখানে একটি অতি গুরুত্বপূর্ণ ফিচার এমবেন্ড করেছে। এই ফিচারটির মাধ্যমেই জানা গেছে, টিকটক দীর্ঘদিন ধরেই সারা পৃথিবী জুড়ে লক্ষ লক্ষ আইফোন ব্যবহারকারীর তথ্যের উপর নজর রাখত।

কিভাবে এই নজরদারি চালাতো টিকটিক? এই অ্যাপটি ব্যবহারকারীদের ক্লিপবোর্ড অ্যাকসেস করত, যার সাহায্যে তাঁদের নোটগুলি পড়তে পারত টিকটক। এই সমস্যা টিকটকের সঙ্গে জড়িয়ে আছে। এ বছরের গোড়াতে এই সমস্যা উঠে এসেছিল। তথ্যে গড়মিল মিলছিল।

এই সমস্যার দায় স্বীকার করে টিকটকের তরফে জানানো হয়েছিল, এই সমস্যাটি অনিচ্ছাকৃত। পুরনো একটি গুগল বিজ্ঞাপনের জন্য এই সমস্যা হচ্ছিল। সেটি রিপ্লেস করা হয়েছে বলে দাবি করেছিল সংস্থাটি এবং জানিয়েছিল, এর পরে আর কোনও তথ্য তারা ব্যবহার করছে না।

কিন্তু সেই সমস্যা থেকেই যাচ্ছে। সম্প্রতি আইওএস-১৪ আপডেট আসার পরে দেখা যাচ্ছে, স্মার্টফোন ব্যবহারকারীর ওপরে গোপনে নজরদারি করতে পারে এমন অ্যাপগুলির তালিকায় রয়েছে টিকটকও। ক্লিপবোর্ডের ওই অ্যাকসেস থেকে টিকটক চাইলে ইউজারের পাসওয়ার্ড থেকে শুরু করে মেল পর্যন্ত পড়তে পারে।

যদিও এই অভিযোগ অস্বীকার করেছে টিকটিক। তারা জানিয়েছে, তাদের একটি নতুন ফিচারের জন্য নাকি বিষয়টি ঘটছে তাদের অজান্তেই। টিকটক আরও বলেছে, তারা ইতিমধ্যেই অ্যাপ স্টোরে তাদের অ্যাপের একটি আপডেটেড ভার্সন দিয়েছে এবং তাতে পুরনো ফিচারটি সরানো হচ্ছে, যাতে আর কোনও অসুবিধা হবে না। প্রতিবারই এই তথ্য চুরির কথা সামনে আসতেই এক একটা অজুহাত খাঁড়া করছে টিকটিক। তারমধ্যেই কোটি কোটি মানুষের তথ্য হাতিয়ে নিচ্ছে এই চিনা অ্যাপটি।