রোহিঙ্গাদের দায়িত্ব নিতে এগিয়ে এল যুক্তরাষ্ট্র

0
40

খাস ডেস্ক : রোহিঙ্গাদের নিয়ে বড় ঘোষণা করেছে যুক্তরাষ্ট্র। রাখাইনে রোহিঙ্গাদের ওপর দমন অভিযানের পাঁচ বছর পূর্তিতে দেওয়া বিবৃতিতে এই সিদ্ধান্ত জানিয়েছেন যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টনি ব্লিঙ্কেন। ওয়াশিংটনের স্থানীয় সময়ে বুধবার একটি বিবৃতিতে এই কথা জানান তিনি। যুক্তরাষ্ট্রের এই সিদ্ধান্ত নিয়ে এখন বিশ্ব রাজনীতিতে শুরু হয়েছে জোর চর্চা।

মায়ানমারের অত্যাচারের শিকার হয়ে বাংলাদেশের আশ্রয় নেওয়া রোহিঙ্গাদের গ্রহণ করবে মার্কিন যুক্তরাষ্ট্র। যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টনি ব্লিঙ্কেন জানিয়েছেন, ‘আন্তর্জাতিক সম্মিলিত মানবিক সহায়তায় অত্যাবশ্যক পদক্ষেপ হিসাবে আমরা বাংলাদেশসহ ওই অঞ্চল থেকে রোহিঙ্গা শরণার্থীদের পুনর্বাসন উল্লেখযোগ্যভাবে বাড়াতে কাজ করছি। যাতে তারা যুক্তরাষ্ট্রে তাদের জীবনকে নতুনভাবে গড়তে পারে।’

- Advertisement -

প্রসঙ্গত, ২০১৭ সালের অগস্টে মায়ানমারের সেনার দমনের শিকার হয়ে ৭ লক্ষের বেশি রোহিঙ্গা পালিয়ে বাংলাদেশে আসে। তাদের বাংলাদেশের কক্সবাজারের শরণার্থী শিবিরে আশ্রয় দেওয়া হয়েছে। রোহিঙ্গাদের মায়ানমারে ফেরানোর জন্য বাংলাদেশের অংগে চুক্তি হয় সেই দেশের। কিন্তু তাতেও তা কার্যকর হয়নি। আগে থেকেই বাংলাদেশের ৪ লক্ষএর বেশি রোহিঙ্গার বাস। বর্তমানে প্রায় ১১ লক্ষের বেশি রোহিঙ্গার দায়িত্ব নিয়েছে বাংলাদেশ। রোহিঙ্গাদের মায়ানমারে নিয়ে যাওয়ার জন্য বলেই চলেছে বাংলাদেশ। এমনকি পাশ্চাত্য দেশগুলিকেও রোহিঙ্গাদের আশ্রয় দেওয়ার আহ্বান জানায় বাংলাদেশ। এর পরে প্রায় পাঁচ বছরের এই সমস্যার সমাধান করতে অবশেষে মার্কিন যুক্তরাষ্ট্রের এই ঘোষণা।