হাতে সময় নেই, পরমাণু চুক্তি সংক্রান্ত আলোচনা করতে হবে এখনই

0
140
North Korea
Ballistic missile

খাস খবর ডেস্ক: ২০১৫ সালের পরমাণু চুক্তি রক্ষা করতে তৎপর আন্তর্জাতিক পরমাণু শক্তি সংস্থা ওরফে আইএইএ। রবিবার তাই তাদের তরফে অবিলম্বে আলোচনা শুরু করতে আহ্বান জানানো হল ইরানকে। এর আগে গত মার্চ মাস থেকে এ প্রসঙ্গে আলোচনা স্তিমিত হয়ে পড়েছিল।

খাস খবর ফেসবুক পেজের লিঙ্ক:
https://www.facebook.com/khaskhobor2020/

- Advertisement -

জানা যাচ্ছে, উক্ত বিষয়ে পশ্চিমা দুনিয়া একটি প্রস্তাব পাশ করে। তার জবাব এ সপ্তাহে দিয়েছে ইরান। ইরানের পারমাণবিক কর্মকাণ্ড আন্তর্জাতিক পর্যবেক্ষকদের নিরীক্ষণের জন্য সেট করা বেশ কয়েকটি ক্যামেরা সরিয়ে দেওয়া হয়েছে। যে কারণে আন্তর্জাতিক পরমাণু শক্তি সংস্থার তীব্র নিন্দার মুখে-ও পড়তে হয়েছে ইরানকে।

কার্যত এ কারণেই আর দেরি করতে চাইছে না জাতিসংঘের সংস্থাটি। আইএইএ প্রধান রাফায়েল গ্রোসি রবিবার এক সাক্ষাৎকারে জানান, “২৭টি পর্যবেক্ষণ ক্যামেরা সরিয়ে দেওয়া হয়েছে। যা অত্যন্ত মারাত্মক একটি পদক্ষেপ।” আরও যোগ করেন, “এই ধরণের কার্যকলাপের অর্থই হল আন্তর্জাতিক পর্যবেক্ষণকে উপেক্ষা করা। যা মোটেই ভাল ভাবনা নয়। এই ধরণের ভাবনা অনেক জটিলতা তৈরি করে।”

আরও পড়ুন: যুদ্ধের ১০০ দিনে প্রভূত লাভের মুখ দেখল রাশিয়া, ১০০ দিনে আয় ৯৮ বিলিয়ন ডলার

২০১৫ সালের চুক্তি অনুসারে ইরানের পারমাণবিক কর্মসূচির ওপর রাশ টেনে ধরা হয়। বিনিময়ে দেশটির ওপর আরোপিত অর্থনৈতিক নিষেধাজ্ঞা শিথিল করার প্রতিশ্রুতি দেওয়া হয়। সেই প্রসঙ্গ-ই পুনরায় তুলে ধরলেন গ্রোসি। ইরানের উদ্দেশ্যে আহ্বান জানিয়ে তিনি বলেন, “এই পরিস্থিতি কাটিয়ে উঠতে আমাদের অবিলম্বে আলোচনা প্রয়োজন।”