কান্দাহার বিমানবন্দরে ক্ষেপনাস্ত্র হামলা তালিবানের

0
18

খাস খবর ডেস্ক: ক্রমশই অন্ধকারময় তালিবান শাসনের দিকে এগিয়ে চলেছে আফগানিস্তান। জঙ্গি সংগঠনটির দাবি, গোটা দেশের ৮৫ শতাংশ অঞ্চল এখনই দখল করে ফেলেছে তারা। আন্তর্জাতিক সংবাদমাধ্যমের প্রতিবেদন অনুযায়ী, এখনও কাবুলিওয়ালার দেশের বিভিন্ন জায়গায় আফগান সেনার সঙ্গে সংঘর্ষ চলছে তালিবান যোদ্ধাদের। এমন পরিস্থিতিতেই কান্দাহার বিমানবন্দরে উড়ে এল পরপর তিনটি ক্ষেপনাস্ত্র৷ যার জেরে সাময়িকভাবে স্তব্ধ বিমান আসা যাওয়া।

আরও পড়ুন, বেশি ভাড়া নেওয়া যাবে না, নিলেই পারমিট বাতিলের হুঁশিয়ারি রাজ্যের
আমেরিকা তথা ন্যাটো জোটের অন্তর্গত দেশগুলি সেনা সরিয়ে নেওয়ার পর থেকেই একের পর এক সেনাঘাঁটি দখল করছে তালিবানরা। পাশাপাশি অত্যাচার চলছে সাধারণ মানুষের ওপরেও। কোথাও কৌতুকাভিনেতাকে হত্যা করা হচ্ছে, কোথাও আবার শ’য়ে শ’য়ে সাধারণ মানুষকে নিকেশ করছে জঙ্গিগোষ্ঠী৷ দেখতে গেলে, আফগানিস্তানের অন্যতম গুরুত্বপূর্ণ শহর কান্দাহার। এই বিমানঘাঁটি থেকেই অস্ত্র সহ একাধিক দ্রব্যাদি দিয়ে সাহায্য করা হয় আফগান সেনাকে। পাশাপাশি বিমান হামলাও চালানো যায় খুব সহজে। কাজেই এই বিমানবন্দরটিকে নিজদের কবজায় আনতে চাইছে জঙ্গিগোষ্ঠীটি।

- Advertisement -

এই মুহূর্তে কান্দাহার শহরটিকে ঘিরে ফেলেছে তালিবানরা৷ শহরের অভ্যন্তরে প্রবেশ করতে না পারলেও বাইরে থেকে আঘাত হানছে তারা৷ আজ সকালেই যেমন পরপর তিনটি ক্ষেপনাস্ত্র ছোঁড়ে তারা৷ যার ফলে ব্যপক ক্ষতি হয় রানওয়ের৷ মেরামতির কাজ শুরু হলেও তা কতক্ষণে আগের অবস্থায় ফিরবে, কেউই আন্দাজ করতে পারছেন না। বিমানবন্দরের প্রধান মসউদ পাশতুনের বক্তব্য অনুযায়ী, তিনটির মধ্যে দুটি ক্ষেপনাস্ত্রই আঘাত করেছে রানওয়েতে। কাজেই বন্ধ রয়েছে বিমান ওঠানামা। রবিবার বিকেল থেকে বিমান চলাচল স্বাভাবিক হয়ে উঠবে৷

আরও পড়ুন, রুপোলী পর্দায় ফুটে উঠবে মীরাবাই চানুর জীবনসংগ্রাম, জেনে নিন খুঁটিনাটি

সবমিলিয়ে ভাল অবস্থায় নেই কাবুলিওয়ালার দেশ। হেরাত, জালালাবাদ, কান্দাহারের অনেকটাই দখল করে ফেলেছে তারা৷ সেখানে আফগান সেনার সঙ্গে যুদ্ধ চলছে তালিবানদের। কম বয়সী ছেলেদের জোর করে বাহিনীতে যোগ দেওয়াচ্ছে তারা। তুলে নিয়ে যাওয়া হচ্ছে, ধর্ষণ করা হচ্ছে মেয়েদের।