বেশি ভাড়া নেওয়া যাবে না, নিলেই পারমিট বাতিলের হুঁশিয়ারি রাজ্যের

0
55

খাস খবর ডেস্ক: রাজ্যের নির্দেশেই কিছুদিন আগে গড়িয়েছিল বেসরকারি বাসের চাকা। জনসাধারণের জন্য ট্রেন বন্ধ থাকায় নিত্য অফিসযাত্রীদের সুরাহাই হয়েছিল বাস চলায়। তবে বহুক্ষেত্রেই অভিযোগ উঠছে অতিরিক্ত ভাড়া নেওয়ার৷ এমন পরিস্থিতিতে কড়া হুঁশিয়ারি দিল সরকার। বলা হল, অতিরিক্ত ভাড়া নিলেই বাতিল হবে পারমিট।

আরও পড়ুন, রুপোলী পর্দায় ফুটে উঠবে মীরাবাই চানুর জীবনসংগ্রাম, জেনে নিন খুঁটিনাটি
করোনার দ্বিতীয় ঢেউয়ের জেরে রাজ্যজুড়ে একাধিক বিধিনিষেধ জারি করেছিল সরকার। বহুদিন টানা বন্ধ ছিল বাস চলাচল। রাজ্য সরকার বাস চালানোর কথা বললে বাসমালিকরা দাবি করেন ভাড়াবৃদ্ধির। তাঁদের দাবি, পেট্রোপণ্যের অত্যাধিক দামে নাজেহাল অবস্থা তাঁদের। পুরোনো ভাড়ায় কোনওভাবেই বাস চালানো সম্ভব না৷ যদিও বাসমালিকদের এই আবেদনে সাড়া দেয়নি সরকার৷ কিন্তু তা সত্ত্বেও নিজেদের দাবিতে অনড় বাসমালিকরা। বহুক্ষেত্রেই অতিরিক্ত ভাড়া চাইতে দেখা গেছে শহরজুড়ে। এই প্রসঙ্গেই পরিবহন মন্ত্রী ফিরহাদ হাকিম জানিয়েছেন, অতিরিক্ত ভাড়া নেওয়া হলে সেই টিকিট দেখিয়ে যদি কোনও যাত্রী থানায় অভিযোগ করেন। তাহলে সত্যতা প্রমাণের পর বাসটির পারমিট বাতিল করা হবে।

- Advertisement -

আরও পড়ুন, জন্মদিনে বিশেষজনের শুভেচ্ছাবার্তা পেয়ে আবেগে ডগমগ দিলীপ ঘোষ

সরকারের এহেন সিদ্ধান্তে রীতিমতো চাপে বাসমালিকরা৷ জয়েন্ট কাউন্সিল অফ বাস সিন্ডিকেটের যুগ্ম সম্পাদক তপন বন্দ্যোপাধ্যায় জানিয়েছেন, কে যেচে বেশি ভাড়া নিতে চায়? কিন্তু সরকারই বা বর্ধিত ভাড়ায় বৈধতা দিতে চাইছে না কেন? গতবছরও এমন হয়েছিল, এবছরও এক ছবি৷ পেট্রোপণ্যের যা দাম, যন্ত্রাংশের দামও বেড়েছে। আগের ভাড়ায় বাস চালানো সম্ভব না। আর যত বিধিনিষেধ শুধু বাসের জন্য। অটোর জন্য এই নিয়ম নেই কেন?’ অল বেঙ্গল বাস-মিনিবাস সমন্বয় সমিতির যুগ্ম সম্পাদক রাহুল চট্টোপাধ্যায় আবার বলেন, ‘মর্জিমতো বেশি ভাড়া নেওয়া অনৈতিক। বাস চালক কিংবা কন্ডাক্টররা যা করছেন তা বেআইনি। বাস থেকে তো সরকারেরও আয় হয়৷