বড় সাফল্য DRDOর, শত্রুপক্ষের বিমান, ড্রোন, ক্ষেপণাস্ত্রকে নিমেষে খতম করবে এই মিসাইল

এই সাফল্য ভবিষ্যতে আকাশপথে ভারতের প্রতিরক্ষা ব্যবস্থাকে আরও মজবুত করবে

0
40
DRDO new missile launch

খাসডেস্ক: অতি স্বল্পপাল্লার বিমান বিধ্বংসী ক্ষেপণাস্ত্রের (missile) সফল পরীক্ষা করল ডিআরডিও (DRDO)। ক্ষেপণাস্ত্রটি (missile) তৈরি দেশীয় প্রযুক্তিতে। ওড়িশার চাঁদিপুরের ক্ষেপণাস্ত্র পরীক্ষাকেন্দ্র থেকে ছোড়া এই গোত্রের দু’টি ‘ভূমি থেকে আকাশ’ ক্ষেপণাস্ত্র বঙ্গোপসাগরের আকাশে নিখুঁত ভাবে নির্দিষ্ট লক্ষ্যবস্তু ধ্বংস করেছে বলে প্রতিরক্ষা মন্ত্রক সূত্রের খবর।

আরও পড়ুন :ঠোঁট দেখিয়ে ইশারা, মাথা খারাপ হয়েছে নাকি পাল্টা প্রশ্ন পার্থর, অপার নির্বাক প্রেমের সাক্ষী ভার্চুয়াল কোর্ট

- Advertisement -

এই সফল পরীক্ষার ফলে ভবিষ্যতে আকাশ-প্রতিরক্ষার ক্ষেত্রে ভারত অনেকটাই এগিয়ে যাবে বলে বিশেষজ্ঞদের একাংশের মত। প্রসঙ্গত, অতি স্বল্পপাল্লার এই ‘ভূমি থেকে আকাশ’ ক্ষেপণাস্ত্রকে সামরিক পরিভাষায় বলা হয় ‘ভেরি শর্ট রেঞ্জ এয়ার ডিফেন্স সিস্টেম’ (ভিএস-এইচওআরএডিএস) বলা হয়। অত্যন্ত কম উচ্চতায় ওড়া শত্রুপক্ষের বিমান, ড্রোন এবং ক্ষেপণাস্ত্রকে ‘ইলেকট্রো-অপটিক্যাল ট্র্যাকিং সিস্টেম’-এর সাহায্যে চিহ্নিত করে তা ধ্বংস করতে সক্ষম এই ক্ষেপণাস্ত্র।

আরও পড়ুন :ব্যান্ড বাজাতে বাজাতে লাইনে নেমে পড়লেন হকাররা, নলপুর স্টেশনে ‘চাক্কা জ্যাম’ ট্রেনের

আরও পড়ুন :তোলাবাজির শাস্তি, পুলিশের উপস্থিতিতেই বিজেপি নেতাকে ওঠবোস দলীয় কর্মীদের

ভিএস-এইচওআরএডিএস ক্ষেপণাস্ত্রের (missile) নকশা তৈরি, নির্মাণ, পরীক্ষা, পর্যবেক্ষণ ও নিয়ন্ত্রণে প্রযুক্তি ডিআরডিওর (DRDO) বিজ্ঞানীদের উদ্ভাবিত। সহযোগী হিসেবে কাজ করেছে আরও কয়েকটি রাষ্ট্রায়ত্ত সংস্থা। যার মধ্যে রয়েছেন, প্রতিরক্ষা গবেষণা ও উন্নয়ন ল্যাবরেটরি (ডিআরডিএল), হায়দরাবাদের রিসার্চ সেন্টার ইমারত (আরসিআই) এবং পুণের আর অ্যান্ড ডি ইঞ্জিনিয়ার্সের মতো একাধিক প্রতিষ্ঠানের বিজ্ঞানীরা। ডিআরডিওর (DRDO) এই সাফল্যে অভিনন্দন জানিয়েছেন প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিং।