Bikash Bhavan: শুভেন্দুর স্টাইলে বিকাশভবনের সামনে থেকে গ্রেফতার হবু শিক্ষকদের

0
61

কলকাতা: রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় খোদ চাকরির প্রতিশ্রুতি দিয়েছিলেন। কিন্তু বহুদিন কেটে গেলেও কোনও চাকরির খবর আসেনি। ক্ষোভে বৃহস্পতিবার বিকাশ ভবনের সামনে বিক্ষোভ কর্মসূচী নেয় এসএলটি চাকরিপ্রার্থী। কিন্তু গন্তব্যে পৌঁছানোর আগেই ৪ প্রার্থীকে গ্রেফতার করল বিধাননগর থানার পুলিশ। এ যেন গতকালের ঘটনারই পুনরাবৃত্তি।

আরও পড়ুন: KMC: পেনশন কাণ্ডে নয়া বিতর্কের জন্ম দিলেন ফিরহাদ, বললেন তদন্তের কথা

- Advertisement -

দীর্ঘদিন কেটে গেলেও নিয়োগ প্রক্রিয়া শুরু না হওয়ায় প্রতিবাদ জানাতে শুক্রবার বিক্ষোভ কর্মসূচী গ্রহণ করে বিকাশ ভবনের উদ্দেশ্যে রওনা দেয় চাকরি প্রার্থীরা। কিন্তু মাঝ পথেই ৪ জন বিক্ষোভকারীকে আটক করে পুলিশ। বিকাশ ভবনের সামনে বিক্ষোভ থামাতে বিশাল পুলিশ বাহিনী মোতায়েন করা হয়।

আরও পড়ুন: Post-Poll Violence: সিবিআইয়ের ডাক পেয়েই ‘অসুস্থ’ হয়ে পড়লেন মমতার প্রিয় কেষ্ট

গতকাল স্কুল খোলার দাবিতে দলীয় বিধায়কদের সঙ্গে বিকাশ ভবন যাওয়ার পথে আটকে দেওয়া হয় শুভেন্দু অধিকারীকে। প্রতিবাদে রাস্তায় বসে পড়েন তাঁরা। বিজেপি বিধায়ক তীব্র কটাক্ষ করে বলেন, পানশালা খোলা রাখার অনুমতি দিলেও স্কুল খুলতে চায়না রাজ্য। কারণ পড়ুয়ারা শিক্ষিত হলেই তাদের চাকরি দিতে হবে। আর রাজ্যে চাকরি নেই। এদিন চাকরি প্রার্থীদেরও একই কায়দায় আটকাল পুলিশ।