দেশের সন্ত্রাসবাদ নিয়ে প্রকাশ্যে স্বীকারোক্তি পাক প্রধানমন্ত্রীর, কি বললেন Shehbaz Sharif

0
27

খাস ডেস্ক: সন্ত্রাসবাদ পাকিস্তানের অন্যতম প্রধান সমস্যা, নিজেই একথা স্বীকার করলেন প্রধানমন্ত্রী শেহবাজ শরিফ। একটি হামলার ঘটনার নিন্দা জানিয়ে টুইটে একথা লেখেন পাক প্রধানমন্ত্রী।

সূত্রে খবর, গত বুধবার লাক্কি মারওয়াত জেলার শাহাব খেল গ্রামে পুলিশের গাড়িতে হামলা চালায় বন্দুকবাজের একটি দল। দু পক্ষের গুলিবাজিতে ছয়জন পুলিশকর্মী প্রাণ হারায়। তালিবানের তেহরিক-ই-তালিবান ঘটনার দায় স্বীকার করেছে।

- Advertisement -

আরও পড়ুন: পঞ্চায়েত নির্বাচনের আগে বিশেষ কাজে বঙ্গ সফরে কেন্দ্রীয় কেন্দ্রীয় সড়ক-পরিবহন মন্ত্রী নীতিন গডকড়ি

এই ঘটনায় তীব্র নিন্দা জানিয়ে শেহবাজ শরিফ লিখেছেন, ‘আমরা ভুল করা থেকে বিরত থাকি। দীর্ঘদিন ধরেই সন্ত্রাসবাদ পাকিস্তানের অন্যতম প্রধান সমস্যা। আমাদের সশস্ত্র বাহিনী এবং পুলিশ বীরত্বের সঙ্গে এই সমস্যা মোকাবিলায় লড়ছে। লাক্কি মারওয়াতে পুলিশ ভ্যানে সন্ত্রাসীদের হামলার নিন্দা করার জন্য কোনও শব্দই যথেষ্ট নয়। নিহতদের পরিবারের প্রতি আমার সমবেদনা রয়েছে।’

হামলার ঘটনায় রাষ্ট্রপতি আলভি শোক প্রকাশ করে জানিয়েছেন, ‘সন্ত্রাসবাদের বিরুদ্ধে যুদ্ধে নিরাপত্তা কর্মীদের আত্মত্যাগ অবিস্মরণীয়।’

উল্লেখ্য, গত সপ্তাহে দক্ষিণ ওয়াজিরিস্তান জেলার রাঘজাই থানায় হামলাকারীদের গুলিতে দুই পাকিস্তানি পুলিশ নিহত এবং আরও দুজন আহত হয়।

আরও পড়ুন: তৃণমূল করতে গেলে কি বাড়িতে বোমা রাখতে হয়, নেতার ভাগ্নীর মৃত্যুতে উঠছে প্রশ্ন