দেশে প্রথম কোনও রূপান্তরকামী মহিলাকে মৃত্যুদণ্ডের সাজা, প্রেমিকাকে হত্যার অপরাধ

0
55

খাস ডেস্ক: প্রথম কোনও রূপান্তরকামী মহিলাকে মৃত্যুদণ্ডের সাজা ঘোষণা এই দেশের। প্রেমিকাকে হত্যার অপরাধে প্রায় ২০ বছর ধরে চলেছে এই মামলা। সাজাপ্রাপ্ত মহিলা আসামী Amber McLaughlin (৪৯)কে ইঞ্জেকশনের মাধ্যমে মৃত্যুদণ্ড দেওয়া হবে। আমেরিকায় এমন ঘটনা এই প্রথম।

লিঙ্গ পরিবর্তনের আগে Amber একজনের সঙ্গে সম্পর্কে ছিলেন। কিছু সময় পরই তাঁদের সম্পর্কে টানাপোড়েন শুরু হয় ফলে দুজনের দূরত্ব বাড়তে থাকে। কিন্তু এরপরও নিয়মিত নিজের প্রেমিকার সমস্ত গতিবিধির উপর নজর রাখতে শুরু করে। কখনও তাঁর অফিস আবার কখনও প্রেমিকার বাড়ি পর্যন্ত চলে যেতেন Amber। এরপর ২০০৩ সালের নভেম্বর মাসে তাঁকে খুন করে।

- Advertisement -

আরও পড়ুন: তৃণমূল একটা ‘কোম্পানি’ , মমতা তার ‘ব্র্যান্ড’, শুভেন্দুর কটাক্ষকে স্বীকৃতি দিলেন শাসকদলের বিধায়ক

খুনের অপরাধে Amber-এর বিরুদ্ধে তদন্ত শুরু হয়। ২০০৬ সালে অভিযুক্তকে দোষী সাব্যস্ত করে মৃত্যুদণ্ডের সাজা ঘোষণা করে আদালত। Amber’এর আইনজীবী এই রায় খারিজ করার আবেদন জানিয়ে দাবি করেছিলেন, ‘Amber সেক্স ডিসফোরিয়া নামের একটি রোগে ভুগছেন। পাশাপাশি, মানসিক ভাবেও অসুস্থ তিনি।’ আবেদনের ভিত্তিতে পুনর্বিবেচনা করতে ফের আদালতে মামলা শুরু হয়। তবে ২০২১ সালে পুরনো নির্দেশই বহাল রাখে আদালত।

উল্লেখ্য, প্রথম কোনও রুপান্তরকামী মহিলাকে সাজা ঘোষণার পাশাপাশি এটি ২০২৩ সালের প্রথম ঘটনা যেখানে দোষীকে ইঞ্জেকশনের মাধ্যমে মৃত্যুর মুখে ঠেলে দেওয়া হবে।

আরও পড়ুন: তৃণমূল একটা ‘কোম্পানি’ , মমতা তার ‘ব্র্যান্ড’, শুভেন্দুর কটাক্ষকে স্বীকৃতি দিলেন শাসকদলের বিধায়ক