গ্রুপ ডি-র ওয়েটিং লিস্ট নিয়েও SSC কে সতর্ক করলেন বিচারপতি বিশ্বজিৎ বসু

0
40
Justice Biswajit Basu

কলকাতা: নিয়োগ দুর্নীতি নিয়ে জেরবার অবস্থা রাজ্যের। একের পর এক চাকরিপ্রার্থীদের চাকরি বাতিলের সিদ্ধান্ত নেওয়া হচ্ছে। সম্প্রতি বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের নির্দেশে ১ হাজার ৯১১ জন কর্মরত গ্রুপ ডি কর্মীর চাকরির সুপারিশ বাতিল হয়েছে। এবার এই ১ হাজার ৯১১ জনের যে শূণ্যপদ হয়েছে সেখানে ওয়েটিং লিস্ট থেকে নিয়োগ প্রক্রিয়া শুরু করার নির্দেশও দিয়েছেন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়। এর মধ্যেই গ্রুপ ডি-র ওয়েটিং লিস্ট নিয়ে এবার বিস্ফোরক মন্তব্য করলেন বিচারপতি বিশ্বজিৎ বসু (Justice Biswajit Basu)।

আরও পড়ুন আর পরতে হবে না মাস্ক, জানিয়ে দিল সরকার

- Advertisement -

মঙ্গলবারই ওয়েটিং লিস্ট নিয়ে গুরুত্বপূর্ণ মন্তব্য করেছেন বিচারপতি বিশ্বজিৎ বসু(Justice Biswajit Basu)। স্কুল সার্ভিস কমিশনকে ওয়েটিং লিস্ট থেকে নিয়োগের ক্ষেত্রে সতর্ক থাকার পরামর্শ দিয়েছেন তিনি। এই মর্মে তিনি জানিয়েছেন ‘ গ্রুপ ডি-র ওয়েটিং লিস্ট কিন্তু গঙ্গার মতো স্বচ্ছ নয়। এটা মনে রাখতে হবে’। অর্থাৎ এই চাকরি বাতিল করে স্বচ্ছতা আনার ক্ষেত্রেও তাই সতর্ক থাকতে হবে। ওয়েটিং লিস্ট থেকেও শূণ্যপদে যদি নিয়োগ হয় তবে সেক্ষেত্রেও স্বচ্ছতা নেই বলে সতর্ক করেছেন তিনি।

আরও পড়ুন বকেয়া বেতনের জেরে অনশন, কারখানার উৎপাদন বন্ধ রেখে বিক্ষোভে শ্রমিকদের 

প্রসঙ্গত, SSC-র গ্রুপ ডি পদে নিয়োগ দুর্নীতির অভিযোগ তুলে কলকাতা হাইকোর্টে দায়ের হয় মামলা। এরপরেই আদালতে OMR শিট বিকৃত করার অভিযোগে তোলা হয়েছিল CBI-এর তরফে। গত ২৪ জানুয়ারি SSC-কে ৪৪৮৭ জন গ্রুপ ডি কর্মী , পাশাপাশি ওয়েটিং লিস্টের প্রার্থীদের OMR শিট ওয়েবসাইটে প্রকাশ করার নির্দেশ দিয়েছিলেন বিচারপতি বিশ্বজিৎ বসু।

আরও পড়ুন মধ্যরাতে কাঠের বাড়িতে ভয়াবহ আগুন, মর্মান্তিক পরিণতি হল ৭০ বছরের বৃদ্ধার