বাখমুতের পতন হয়ত নিশ্চিত, এবারে চিন্তিত NATO

0
57
NATO

বিশ্বদীপ ব্যানার্জি: ইউক্রেনের গুরুত্বপূর্ণ শহর বাখমুতকে সম্পূর্ণভাবে ঘিরে ফেলা হয়েছে। বেশ কয়েকদিন ধরে এমনটাই দাবি করে আসছে রাশিয়া। তাদের দাবি রুশ সেনা এবং বেসরকারি বাহিনী ওয়াগনার আর্মি বাখমুতের পূর্ব দিকের অংশ পুরোপুরি ঘিরে ফেলেছে। এতদিন রাশিয়ার এ সমস্ত দাবিকে পাত্তা না দিলেও এবারে চিন্তিত NATO প্রধান জেন্স স্টোলটেনবার্গ।

আরও পড়ুন: আর্মি ফায়ারিং রেঞ্জের বাইরে পড়ল মর্টার শেল, বিস্ফোরিত হয়ে মৃত ৩ গ্রামবাসী

- Advertisement -

খাস খবর ফেসবুক পেজের লিঙ্ক:
https://www.facebook.com/khaskhobor2020/

NATO প্রধান আশঙ্কা করছেন, সত্যিই হয়ত আর কয়েকদিনের মধ্যেই পতন ঘটতে চলেছে ইউক্রেনের পূর্বাঞ্চলীয় এই নগরীর। সম্প্রতি সুইডেনের রাজধানী স্টকহোমে ইউরোপীয় ইউনিয়নের প্রতিরক্ষা মন্ত্রীদের মধ্যে একটি বৈঠক হয়। এখানে সাংবাদিকদের প্রশ্নের উত্তর দিতে গিয়ে স্টোলটেনবার্গ জানান, “রাশিয়ার দাবি মোটেই উড়িয়ে দেওয়ার মত নয়। আগামী দিনে সত্যিই হয়ত পতন ঘটতে পারে বাখমুত শহরটির।”

এতদিন NATO রাশিয়ার কোন দাবিকে-ই পাত্তা দেয়নি। বরং পাল্টা দাবি করে এসেছে, ইউক্রেনে হার নিশ্চিত রুশ বাহিনীর। হঠাৎ করে রাশিয়ার দাবিকে গুরুত্ব যে ইউক্রেনের জন্য ভাল খবর নয়, তা বলাই বাহুল্য। ওয়াগনার আর্মির প্রধান ইয়েভজেনি প্রিগোজিন বুধবার দাবি করেন, “দীর্ঘ লড়াইয়ের পর পূর্ব বাখমুত আমাদের নিয়ন্ত্রণে এসেছে। বাকমুতকা নদীর পূর্বদিকের সমস্ত কিছুই এখন ওয়াগনারের নিয়ন্ত্রণে।”