বিডেনের জয়ের পর শুভেচ্ছা বার্তা মোদী-মমতার

0
181

নয়াদিল্লিঃ আমেরিকার পরবর্তী প্রেসিডেন্ট হতে চলেছেন ডেমোক্র্যাটিক পার্টির জো বিডেন। আর বিডেনের জয় নিশ্চিত হতেই তাঁকে টুইট করে শুভেচ্ছা জানালেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী।

নরেন্দ্র মোদী টুইট করে লিখেছেন,” এই দারুণ জয়ের জন্য অসংখ্য শুভেচ্ছা জো বিডেন। ভাইস প্রেসিডেন্ট হিসেবে ভারত ও আমেরিকার মধ্যে সম্পর্কের উন্নতিতে আপনার অবদান খুবই গুরুত্বপূর্ণ ছিল। আমি আশা করছি ফের একবার একসঙ্গে কাজ করবার। যাতে ভারত ও আমেরিকার মধ্যে সম্পর্ক এক নতুন উচ্চতায় পৌঁছায়।“

- Advertisement -

মোদী ভাইস প্রেসিডেন্ট ভারতীয় বংশোদ্ভূত কমলা হ্যারিসকেও শুভেচ্ছা জানিয়েছেন। কমলা হ্যারিসের উদ্দেশ্যে তিনি টুইট করে লিখেছেন, “ শুভেচ্ছা কমলা হ্যারিস। আপনার জয় শুধু মাত্র আমেরিকানদের জন্য নয় বরং আমেরিকায় বসবাসকারী ভারতীয়দের জন্যও অনেক গুরুত্বপূর্ণ। আমি আশা রাখছি আপনার লিডারশিপের ভারত-আমেরিকা সম্পর্ক আরও মজবুত হবে।“

মোদীর পাশাপাশি মমতা বন্দ্যোপাধ্যায়ও শুভেচ্ছা জানিয়েছেন কমলা হ্যারিস এবং জো বিডেনকে। টুইট করে তিনি লিখেছেন, “অসংখ্য শুভেচ্ছা জো বিডেন এবং কমলা হ্যারিস। আশা করি ভারত-আমেরিকা সম্পর্ক আরও মজবুত হবে।“

পেনসিল্ভেনিয়াতে জয় হওয়ার পরেই শুক্রবার জো বিডেনকে আমেরিকার পরবর্তী প্রেসিডেন্ট হিসেবে ঘোষণা কড়া হয়েছে। ম্যাজিক ফিগারকে ছাড়িয়ে অনেক বেশি ভোটে জিতেছেন তিনি। জানুয়ারি মাসে তিনি এই পদে বসবেন। ততদিন প্রেসিডেন্টের গদি সামলাবেন ট্রাম্প। যদিও ট্রাম্প তাঁর হার মেনে নিতে একদমই রাজি নন। তিনি আইনি পথে হাঁটছেন। কিন্তু তাতেও খুব একটা লাভ হবে বলে মনে করছেন না ওয়াকিবহল মহলের লোকেরা।