ঝড়ের গতিতে বংশবিস্তার করছে মাঙ্কি পক্স ভাইরাস, আক্রান্ত ৭০০

0
48

খাস খবর ডেস্ক: দিনে দিনে করোনার দোসর হয়ে উঠছে মাঙ্কি পক্স। কার্যত ঝড়ের গতিতে ছড়িয়ে পড়ছে এই ভাইরাসটি। যা জানা যাচ্ছে, এখনও পর্যন্ত এই নতুন ধরণের পক্সে বিশ্বব্যাপী আক্রান্তের সংখ্যা ৭০০। মার্কিন যুক্তরাষ্ট্রের ‘সেন্টারস ফর ডিজিজ কন্ট্রোল অ্যান্ড প্রিভেনশন’ বা ‘সিডিসি’র রিপোর্টে এ খবর তুলে ধরা হয়েছে।

আরও পড়ুন: আরও এক মহাজাগতিক মাহেন্দ্রক্ষণ, একই সরলরেখায় আসতে চলেছে ৫ গ্রহ, কী হবে

- Advertisement -

খাস খবর ফেসবুক পেজের লিঙ্ক:
https://www.facebook.com/khaskhobor2020/

পাশাপাশি এও জানানো হয়েছে যে, এই নয়া রোগের প্রাদুর্ভাব ক্রমে মার্কিন যুক্তরাষ্ট্রেও প্রকট থেকে প্রকটতর হয়ে উঠছে। ‘সিডিসি’র রিপোর্ট অনুযায়ী মার্কিন যুক্তরাষ্ট্রে এই মুহূর্তে মাঙ্কি পক্সে আক্রান্ত রোগির সংখ্যা ২১। যদিও ডিভিশন অব হাই কনসিকুয়েন্স প্যাথোজেন্স অ্যান্ড প্যাথোলজির সহকারী পরিচালক জেনিফার ম্যাককুইনসটনের কথায়, “কোনও রোগির-ই মৃত্যু হয়নি। সকলেই ভাল হয়ে উঠেছেন।”

মাঙ্কি পক্স ভাইরাসটি এতদিন সাধারণতঃ পশ্চিম এবং মধ্য আফ্রিকাতে-ই সীমাবদ্ধ ছিল। কিন্তু সম্প্রতি আফ্রিকার বাইরেও ছড়িয়ে পড়তে শুরু করেছে। বিজ্ঞানীদের উদ্বেগ এখানেই। এছাড়া আগে যেমনটা বলা হয়েছিল, ‘সিডিসি’-ও একই কথা জানাচ্ছে। মার্কিন যুক্তরাষ্ট্র আক্রান্ত প্রথম ১৭ জনের ১৬ জনই সমকামী পুরুষ।