আতঙ্ক বাড়ছে আরও, কাবুলে হাইজ্যাক ইউক্রেনের বিমান

0
120

খাস খবর ডেস্ক: আগফগানিস্তানে তালিবানরা ক্ষমতায় ফেরার পর থেকেই সেখানে থাকা অন্য দেশের বাসিন্দাদের উদ্ধার করছে বিভিন্ন দেশ। যত দ্রুত সম্ভব নাগরিকদের ফেরাতে কাবুল বিমানবন্দর থেকে উড়ছে নানা দেশের বিমান। নাগরিকদের ফিরিয়ে আনতে গিয়ে এবার কাবুলে হাইজ্যাক করা হয়েছে ইউক্রেনের বিমান। এমনটাই জানিয়েছে রাশিয়ান সংবাদ সংস্থা।

কাবুল বিমানবন্দর থেকে যাত্রী সহ ওড়া ইউক্রেনের বিমানকে যে হাইজ্যাক করা হয়েছে সেই খবরের সত্যতা নিশ্চিত করেছেন ইউক্রেনের ডেপুটি মন্ত্রী। এক মন্ত্রী বিবৃতি প্রকাশ করে প্রতিবেদনে বলা হয়েছে, আফগানিস্তান থেকে নাগরিকদের সরিয়ে নেওয়ার জন্য ইউক্রেনের একটি বিমান গিয়েছিল। সেই বিমানকেই কাবুলে হাইজ্যাক করে ইরানে নিয়ে যাওয়া হয়েছে। তবে এর পিছনে কারা রয়েছে তা জানা যায়নি।

- Advertisement -

ইউক্রেনীয়দের সরিয়ে নিতে গত সপ্তাহে বিমানটি কাবুলে এসেছিল বলেই জানা গিয়েছে। ইউক্রেনের ডেপুটি বিদেশমন্ত্রী রাশিয়ার সংবাদ সংস্থা TASS কে জানিয়েছেন, “গত রবিবার, আমাদের বিমানটি অন্য ব্যক্তিদের দ্বারা হাইজ্যাক করা হয়েছে। মঙ্গলবার, বিমানটি আমাদের কাছ থেকে কার্যত চুরি করা হয়েছিল, ইউক্রেনীয়দের এয়ারলিফটিংয়ের পরিবর্তে বিমান অজ্ঞাত যাত্রীদের নিয়ে ইরানে উড়ে যায়। আমাদের পরবর্তী তিনটি অভিযানের প্রচেষ্টাও সফল হয়নি কারণ আমাদের লোকেরা বিমানবন্দরে প্রবেশ করতে পারেনি।” ডেপুটি বিদেশমন্ত্রীর মতে, ছিনতাইকারীরা সশস্ত্র ছিল।

আরও পড়ুন- তালিবান শাসনের জের, বন্ধ রশিদদের পাক অভিযান

এই ঘটনার পর ইউক্রেনের বাসিন্দাদের কিভাবে ফেরানো হবে এবং ইউক্রেন কী ব্যবস্থা নিচ্ছে, তা জানানো হয়নি। যদিও ইরান এই ঘটনার দায় অস্বীকার করে জানিয়েছে, “গতকাল রাত ১০ টার সময় এই ঘটনা ঘটেছে। এটি জ্বালানির ভরার জন্য মাশাদে অবতরণ করেছিল, পরে আবার উড়ে যায়। ইউক্রেনের এই দাবি আমরা অস্বীকার করছি।” অন্যদিকে ইউক্রেন সামরিক বাহিনীর একটি বিমানরবিবার আফগানিস্তান থেকে কিয়েভে পৌঁছয়। সেই বিমানে ইউক্রেনের ৩১ জন নাগরিক সহ মোট ৮৩ জন ছিলেন বলেই জানানো হয়েছে। অন্যান্য দেশের মতোই ইউক্রেনীয়দের আফগান থেকে দেশে ফেরানো হচ্ছে বলেই জানিয়েছে ইউক্রেনের প্রেসিডেন্টের দফতর।