আকাশচুম্বী বহুতলে বিধ্বংসী অগ্নিকাণ্ড, কালো ধোঁয়ায় ঢেকে চারিদিক, ভাইরাল ভয়াবহ ভিডিও

0
18

খাস ডেস্ক: এক বহুতলে বিধ্বংসী অগ্নিকাণ্ডের ভিডিও সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়তেই চাঞ্চল্য ছড়াল। ঘটনাটি ঘটেছে তুরস্কের ইস্তাম্বুলে।

সূত্রে খবর, ইস্তাম্বুলের ফিকিরটেপে একটি ২৪ তলা টাওয়ারে আগুন লাগে। দ্রুত ঘটনাস্থলে পৌঁছায় দমকলের কয়েকটি ইঞ্জিন। এই ঘটনার ভিডিও ভাইরাল হয়েছে সোশ্যাল মিডিয়ায়।

- Advertisement -

আরও পড়ুন: আজ দেশের ৭৫ টি জেলায় ডিজিটাল ব্যাঙ্কিং ইউনিটের উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী

ভিডিওতে দেখা গিয়েছে, আকাশচুম্বী টাওয়ারে অগ্নিকাণ্ডের পর আগুনর শিখা উঁচু থেকে রাস্তায় ঝড়ে পড়ছে। যা দেখে আতঙ্ক আরও বেড়েছে।

দুর্ঘটনাগ্রস্ত টাওয়ার ব্লকটি আবাসিক ভবন বা কোনও দফতর কিনা তা নিয়ে সংশয় রয়েছে। তবে কিভাবে আগুন লাগল এখনও স্পষ্ট নয়। স্থানীয় পুলিশ-প্রশাসন গোটা বিষয়টি খতিয়ে দেখছে বলেই খবর।

আরও পড়ুন: Weather update: এবার বিদায় নিতে চলছে বর্ষা, জেনে নিন আহবাওয়ার পূর্বাভাস…

উল্লেখ্য, শুক্রবার সন্ধ্যায় তুরস্কের একটি কয়লাখনিতে ভয়াবহ বিস্ফোরণ ঘটে। ওইসময় কমপক্ষে ১১০ জন শ্রমিক কাজ করছিলেন বলে খবর। তাঁদের মধ্যে অনেকেরই মৃত্যু হয়েছে। গুরুতর জখম অবস্থায় হাসপাতালে চিকিৎসাধীন একাধিক। দুর্ঘটনার পর থেকে অনেকে নিখোঁজ, তাঁদের খোঁজ চলছে। উদ্ধারকারী দলের তরফে জানানো হয়েছে বিস্ফোরণে এখনও পর্যন্ত ৪১ জনের মৃত্যু হয়েছে।