বন্যার ‘সাররিয়াল’ ছবি, লাল রঙে হতবাক নেটিজেনরা

0
64

জাকার্তা: সাররিয়াল ছবি। দেখলে মনে হবে রক্তগঙ্গা। লাল জলের প্রবাহের মাঝেই হাঁটছে ছোট বাচ্চারা, চলছে স্কুটার। লাল রঙে ডুবে গেছে পুরো গ্রাম। আর সেইসব ছবি ভাইরাল সোশাল মিডিয়ায়।

ঘটনাটি ইন্দোনেশিয়ার জেংগট নামের একটি গ্রামের। রঙিন বাটিক পোশাক এবং মোম উৎপাদনের জন্য বিখ্যাত এই গ্রাম। সম্প্রতি পেকালংগনে বন্যা হয়। বন্যার জল বাটিক হাবে ঢুকে পড়ে ভাসিয়ে দিয়েছে। শনিবার টেক্সটাইল কারখানাগুলিতে মজুত রাখা লাল রঙ বন্যার জলে মিশে একনিমেশেই তা গোটা গ্রামে ছড়িয়ে পড়ে। এরপরই লাল রঙের জলের স্রোত বইতে থাকে গ্রামে। আর সেই ছবি সোশাল মিডিয়ায় শেয়ার করেন হাজার হাজার ইউসার।

- Advertisement -

পেকালংগন রঙিন বাটিক পোশাক এবং মোম উৎপাদনের জন্য বিখ্যাত। তবে ইন্দোনেশিয়ার এই অঞ্চলে এমন ঘটনা নতুন কিছু নয়। গতমাসে পেকালংগনের একটি নদীর জলে সবুজ রঙ মিশে শহরের উত্তরাংশের একটি গ্রামকে সবুজ জলে ভরিয়ে দিয়েছিল। কখনও কখনও তা বেগুনি হয় বলেও ট্যুইটারে জানিয়েছেন এক ব্যবহারকারী।

বন্যার জলে এভাবে কেমিক্যালযুক্ত রঙ ছড়িয়ে পড়ায় পরিবশের মারাত্মক ক্ষতির বিষয়টিও তুলে ধরছেন বিশেষজ্ঞরা। তাঁদের বক্তব্য, “কেমিক্যাল মিশে বিষাক্ত এই জল নদীতে বা স্থানীয় পুকুর-ডোবায় জমে থাকলে তা পরবর্তীতে স্থানীয় বাসিন্দাদের জন্য ক্ষতির কারণ হতে পারে।”

পেকালংগনের বিপর্যয় ও ত্রাণ প্রধান জানিয়েছেন, যে ছবিগুলি দেখা গিয়েছে তা সবকটি সত্যি। তবে তিনি জানিয়েছেন, “বাটিক টেক্সটাইলের রঙের জন্য বন্যার জল লাল হয়েছে। তবে কিছুক্ষণ পর বৃষ্টি হলেই জলের রঙ আবার আগের মতন অর্থাৎ স্বাভাবিক হয়ে যাবে”।