চিনের নজরে ভারতের অরুনাচল প্রদেশ, ১১টি জায়গার নাম পরিবর্তনের চেষ্টা

0
37

খাস প্রতিবেদন: অরুণাচল প্রদেশের কিছু জায়গার নাম পরিবর্তনের চেষ্টা করেছে চীন। এর তীব্র প্রতিবাদ জানাল ভারত৷ সূত্রের খবর: চিনের নজরে ভারতের মধ্যে থাকা অরুনাচল প্রদেশের যে অংশগুলি রয়েছে তার মধ্যে রয়েছে দুটি আবাসিক এলাকা, পাঁচটি পর্বতশৃঙ্গ, দুটি নদী এবং আরও দুটি এলাকা।

সম্প্রতি বিদেশ মন্ত্রকের তরফে সেই তালিকার সঙ্গে একটি মানচিত্রও প্রকাশ করা হয়েছে। বিদেশ মন্ত্রকের মুখপাত্র অরিন্দম বাগচি বলেছেন, ‘অরুণাচল প্রদেশের কিছু জায়গার নাম পরিবর্তনের চেষ্টা করেছে চীন। ভারত ও চীনকে এর সমাধান খুঁজতে হবে। কেউ যদি আমাদের সমর্থন করে তাহলে ভালো কথা। আর কেউ আমাদের সমর্থন না করলে আমাদের জন্য কিছুই পরিবর্তন হবে না।’’ অর্থাৎ পরোক্ষে চীনকে কড়া বার্তা দিল বিদেশ মন্ত্রক৷ তাৎপর্যপূর্ণভাবে, অরুনাচলপ্রদেশ ইস্যুতে ভারতের পাশে এসে দাঁড়িয়েছে মার্কিন যুক্তরাষ্ট্রও৷

- Advertisement -

বস্তুত, এই প্রথম নয়৷ বিদেশ মন্ত্রকের দাবি, ছ’বছরে এই নিয়ে তৃতীয়বার এমনটি করল চীন। চীন অরুণাচল প্রদেশের এগারোটি ভৌগোলিক এলাকার নাম বদলে চীনা নাম ঘোষণা করেছে। চীন অরুণাচল প্রদেশের তিব্বতের দক্ষিণ অংশকে ‘জাংনান’ বলে এবং এটিকে তার অংশ বলে মনে করে। অন্যদিকে মার্কিন যুক্তরাষ্ট্র এই পুরো বিষয়টিতে বলেছে যে তারা অরুণাচল প্রদেশকে ভারতের অবিচ্ছেদ্য অংশ হিসাবেই জানে৷ ফলে এলাকার নাম পরিবর্তন করার একতরফা চিনা প্রচেষ্টার বিরোধিতা তাঁরাও করবে৷ হোয়াইট হাউসের প্রেস সেক্রেটারি কারিন জিন-পিয়েরে বলেন, “যুক্তরাষ্ট্র দীর্ঘদিন ধরে ওই অঞ্চলকে (অরুণাচল প্রদেশ) স্বীকৃতি দিয়ে আসছে (ভারতের অবিচ্ছেদ্য অংশ হিসেবে)। আমরা এলাকার নাম পরিবর্তন করে আঞ্চলিক দাবিকে এগিয়ে নেওয়ার যে কোনো একতরফা প্রচেষ্টার তীব্র বিরোধিতা করি।’’

ইতিমধ্যে চীনের তরফে অরুনাচল প্রদেশের যে এলাকাগুলির নাম পরিবর্তন করা হচ্ছে তার একটি তালিকা ভিডিও সহ সামনে এনেছে ভারতের বিদেশ মন্ত্রক৷ তারপরই আন্তর্জাতিকস্তরে চীনের ভূমিকার তীব্র নিন্দা সামনে আসছে৷

আরও পড়ুন: রেল অবরোধের জের, বাতিল একাধিক ট্রেন, দুর্ভোগে যাত্রীরা