ফের নারীর পোশাক নিয়ে মন্তব্য করায় সমালোচনার মুখে ইমরান

0
34
প্রতীকী ছবি

খাসখবর ডেস্ক: আবারও সমালোচনার মুখে পড়েছেন পাকিস্তানের প্রধানমন্ত্রী। কখনও পাকিস্তানকে নিয়ে কিংবা কখনও জঙ্গি দমনের বিষয়ে, সব সময় তিনি শিরোনামে থাকেন। এর আগেও নারীর পোশাক নিয়ে মন্তব্য করেছিলেন তিনি। ফের একবার ধর্ষণের কারণ হিসেবে নারীর পোশাককে দায়ী করেছেন ইমরান খান।

সেই পুরোনো বিতর্ক উসকে দিলেন প্রধানমন্ত্রী। বারং বার ধর্ষণ বৃদ্ধির জন্য নারীর পোশাককেই দায়ী করে আসছেন তিনি। নারীদের ছোটো পোশাকের কারণেই ছেলেদের মন চঞ্চল হয়ে উঠে। ঠিক এমনটাই মন্তব্য করেছেন পাকিস্তান প্রধানমন্ত্রী।

- Advertisement -

একটি আন্তর্জাতিক টেলিভিশন চ্যানেলে সরাসরি সাক্ষাৎকার দিচ্ছিলেন ইমরান খান। সেখানে বিভিন্ন প্রশ্নের মুখে পড়তে হয় তাকে। তার মধ্যে অন্যতম একটি প্রশ্ন হল, ‘পাকিস্তানে বাড়তে থাকা ধর্ষণ এবং যৌন হেনস্তার ঘটনায় নারীদের পোশাকের কোনও প্রভাব আছে বলে মনে করেন কি না?’

আরও পড়ুন-করোনার জেরে চলতি বছরেও বাতিল অমরনাথে বার্ষিক পুণ্যযাত্রা

এই প্রশ্নের উত্তরে তিনি বলেন, “কামনা বাসনা সবার মধ্যে রয়েছে। তবে টা নিয়ন্ত্রণ করার ক্ষমতা সবার মধ্যে নেই। পুরুষেরা তো মানুষ, রোবট নয়। তাহলে মহিলাদের ছোটো পোশাক এর জন্য তাঁদের উপরে প্রভাব পড়বেই। এটা খুবই সাধারণ বুদ্ধি”

প্রসঙ্গত, ধর্ষণ বিষয়টি গোটা বিশ্বের কাছেই সন্ত্রাসবাদের মতো একটি চ্যালেঞ্জিং বিষয় হয়ে দাঁড়িয়েছে। বেশ কিছুদিন আগেও পাকিস্তানে ধর্ষণ বৃদ্ধির কারণ হিসেবে নারীদের ‘অশ্লীল পোশাক’কে দায়ী করেছিলেন ইমরান খান। সেসময় তার ওই মন্তব্যে ক্ষোভ প্রকাশ করেছিলেন অনেকেই। ইমরানের এবারের মন্তব্য ঘিরেও সমালোচনায় মুখর হয়েছে সমাজের একটি অংশ।