করোনার জেরে চলতি বছরেও বাতিল অমরনাথে বার্ষিক পুণ্যযাত্রা

0
19

নয়াদিল্লি: করোনা কাঁটার জেরে দ্বিতীয় বারের জন্য চলতি বছরেও বার্ষিক অমরনাথ যাত্রা তীর্থযাত্রাটি বাতিল করা হয়েছে। লেফটেন্যান্ট গভর্নর মনোজ সিনহার সভাপতিত্বে শ্রী অমরনাথজি শ্রাইন বোর্ডের বৈঠকে বার্ষিক অমরনাথ যাত্রা বাতিল করা হয়েছে বলেই জানানো হয়েছে। আগে অমরনাথ যাত্রা হবে বলে জানানো হলেও পরিস্থিতি বিবেচনা করেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

লেফটেন্যান্ট গভর্নর মনোজ সিনহা জানিয়েছেন, ” আগে মানুষের জীবন বাঁচানো জরুরি। সুতরাং, বৃহত্তর জনস্বার্থে এই বছরের তীর্থযাত্রা বন্ধ রাখা দরকার এবং পরিচালনা করা উচিত নয়। শ্রী অমরনাথজি শ্রাইন বোর্ড লক্ষ লক্ষ ভক্তের অনুভূতি সম্পর্কে সচেতন এবং সম্মান করে তাই সংবেদনশীলতা বজায় রাখার জন্য বোর্ড পবিত্র গুহার মন্দির ০থেকে সকাল ও সন্ধ্যা আরতির সরাসরি সম্প্রচার চালিয়ে যাবে।” সিনহা বিস্তারিত আলোচনা করার পরে সিদ্ধান্ত নিয়েছেন যে বার্ষিক তীর্থস্থানটি কেবল প্রতীকী হবে। ঐতিহ্যবাহী ধর্মীয় আচারগুলি অতীত অনুশীলন অনুসারে সম্পাদিত হবে ভক্ত ছাড়াই।

- Advertisement -

শ্রী অমরনাথজি শ্রাইন বোর্ডের প্রধান নির্বাহী নীতীশ্বর কুমার জানিয়েছেন, “আমরা কেন্দ্রশাসিত অঞ্চল এবং দেশের করোনা পরিস্থিতি মূল্যায়ন করেছি। আমাদের লক্ষ্য মহামারী দিকে রয়েছে এবং স্বাস্থ্য পরিকাঠামো শক্তিশালী করার চেষ্টা করছি।” হিমালয়ের উপরে ৩,৮৮০ মিটার উঁচু গুহায় অবস্থিত ভগবান শিবের অমনাথের মন্দির যাওয়ার যাত্রা ৫৬ দিন ব্যাপী ছিল। ২৮ জুন পহলগাম ও বাল্টাল এর দু’টি রাস্তা থেকে শুরু হয়ে ২২ আগস্ট সমাপ্ত হওয়ার কথা ছিল। কিন্তু পরিস্থির কথা ও পুণ্যার্থীদের স্বাস্থ্যের কথা মাথায় রেখেই এবারেও বাতিল করা হল বার্ষিক পুণ্যযাত্রা।