কুমিল্লার পর নোয়াখালি, বাংলাদেশে অব্যাহত হিন্দুদের ওপর আক্রমণ

0
551

খাস খবর ডেস্ক: কুমিল্লায় দুর্গামণ্ডপে আক্রমণ তথা মুর্তি ভাঙচুরের ঘটনার রেশ এখনও কাটেনি। এর মাঝেই বাংলাদেশে ফের আক্রান্ত হলেন সংখ্যালঘু হিন্দুরা। কুমিল্লার পর এবার ঘটনাস্থল নোয়াখালি৷

জানা গিয়েছে, দশমীর দিন ইস্কন মন্দির ও তার ভক্তদের ওপর নেমে আসে আক্রমণ। ভাঙচুর চালানো হয় মন্দিরে, ভক্তদের অবস্থাও খুবই গুরুতর। গোটা বিষয়টি নিয়ে ট্যুইটও করেছে ইস্কন কর্তৃপক্ষ। একাধিক ছবি পোস্ট করার পাশাপাশি বাংলাদেশ সরকারের কাছে আবেদন জানিয়েছে, যাতে তারা সেদেশের হিন্দুদের সুরক্ষার বিষয়টি নিশ্চিত করে। দোষীদের উপযুক্ত শাস্তি দেওয়ার আবেদনও জানিয়েছে তারা৷

- Advertisement -

তবে শুধুই যে ইস্কনের মন্দিরে আক্রমণ করা হয়েছে এমনটা নয়। শুক্রবার সকাল থেকেই সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়েছে বাংলাদেশে হিন্দু তীর্থস্থানে ধ্বংসলীলার একাধিক ছবি ভিডিও। যথারীতি ভাইরালও হচ্ছে সেগুলি। তেমনই একটি ভাইরাল ভিডিওতে দেখা যায়, নোয়াখালিতে রাম ঠাকুরের সমাধি আশ্রম সম্পূর্ণভাবে ধ্বংস করা হয়েছে৷ (ভিডিওর সত্যতা যাচাই করেনি খাস খবর) একই অভিযোগ ওঠে চট্টগ্রামেও। সোশ্যাল মিডিয়ায় খবর ছড়িয়ে পড়ে, জেএম সেন হাসপাতালের সামনে মূর্তি ভাঙার চেষ্টা করেছিল কিছু মৌলবাদী৷