একই সঙ্গে ৯সন্তানের জন্ম দিলেন এই মহিলা

0
676

খাস খবর ডেস্ক: যমজ সন্তানের জন্ম নিয়ে এখনও মানুষের মনে কৌতুহলের অন্ত নেই। বলিউডের ফারহা খানের একি সঙ্গে তিন স্নতানের জন্ম নিয়েও আলোচনা জারি রয়েছে দেড় দশক ধরে। এরই মাঝে একই সঙ্গে নয় সন্তানের জন্ম দিয়ে নজির গড়লেন এক মহিলা। ভূমিষ্ঠ হওয়া সকল শিশু সুস্থ রয়েছেন।

আরও পড়ুন- সুন্দরবনে হুড়মুড়িয়ে ভেঙে পড়ল তৃণমূলের আমলে তৈরি ব্রিজ

- Advertisement -

ঘটনাটি মরক্কো-র। সেখানের একটি হাসপাতালে একই সঙ্গে ৯ সন্তানের জন্ম দিয়েছেন এক মহিলা। মালির বাসিন্দা ওই মহিলার নাম হালিমা সিসে। চলতি সপ্তাহের মঙ্গলবার তাঁর প্রসব করানো হয়। স্বাভাবিভাবেই এই ঘটনা নজর কেড়েছে গোটা বিশ্বের। আন্তর্জাতিক সংবাদ মাধ্যম ‘দ্যা ট্রিবিউন’ এই খবর প্রকাশ করেছে।

আরও পড়ুন- বিজেপির Fake News আসলে তৃণমূলের ষড়যন্ত্র: রূপা গঙ্গোপাধ্যায়

গর্ভে সন্তানের সংখ্যা যে কেবলমাত্র একটি নয় তা বুঝতে পেরেছিলেন হালিমা। সেই অনুযায়ী চিকিৎসকদের সঙ্গে পরামর্শ করেন তিনি। ওই গৃহবধূর গর্ভে সাতটি সন্তান রয়েছে বলে জানান চিকিৎসকেরা। এত সংখ্যক সন্তানের একই সঙ্গে জন্ম দেওয়া এবং তাঁদের চিকিৎসার পরিকাঠামো মালি-তে ছিল না। সেই কারণে শুরুর দিকে চিন্তায় ছিলেন হালিমা এবং চিকিৎসকেরা।

সেই কারণে গর্ভাবস্থার সময় থেকেই খবরের শিরোনামে ছিলেন পশ্চিম আফ্রিকার দেশ মালির গৃহবধূ হালিমা সিসে। চলতি বছরের গত মার্চ মাসে চিকিৎসকেরা জানিয়ে দেন যে হালিমার বিশেষ যত্নের প্রয়োজন। রাজনৈতিক দলের নেতারাও ২৫ বছর বয়সী হালিমার স্বাস্থ্য নিয়ে উদ্বিগ্ন হয়ে পড়েন। পরে মালির রাজনৈতিক নেতা বাহ এনদাও হালিমাকে মরক্কো পাঠানোর নির্দেশ দেন। তিনি সকল ব্যবস্থা করে দিয়েছিলেন চিকিৎসার।

আরও পড়ুন- দলের উপর গোঁসা করে মমতার ঘরে ফেরার সম্ভাবনা প্রবল মুকুলের

একটি শিশুর জন্মের ক্ষেত্রেও অনেক সময়ে জটিলতা দেখা দেয়। মা বা শিশুর মৃত্যুও ঘটতে পারে। এই অবস্থায় একজনের গর্ভে নয়টি শিশু রয়েছে। যা নিয়ে বেশ চিন্তায় ছিল মরক্কোর খোদ স্বাস্থ্য মন্ত্রক। যদিও যাবতীয় উদ্বেগ কাটিয়ে একই সঙ্গে পাঁচটি কন্যা এবং চারটি পুত্র সন্তানের জন্ম দিয়েছেন হালিমা। সিজারের মাধ্যমে জন্ম নেওয়া সকল শিশু ভালো আছে। সুস্থ রয়েছেন জন্মদাত্রী হালিমা। খুব শীঘ্রই তাঁদের দেশে ফিরিয়ে নিয়ে যাওয়া হবে।