৩০ বছর পুরনো গান্ধী মূর্তি ভাঙচুর, ‘প্রবাসী’ ভারতীয়দের ভাবাবেগে আঘাত

0
40

খাস ডেস্ক: ভিন দেশে গান্ধীমূর্তি ভাঙচুর। এই ঘটনায় ক্ষুব্ধ ওই দেশে বসবাসকারী ভারতীয়রা। তদন্তের দাবি জানিয়েছেন ভারতীয় দূতাবাস।

গত বুধবার টরেন্টোর রিচমণ্ড হিলের বিষ্ণু মন্দিরে অবস্থিত মহাত্মা গান্ধীর একটি মূর্তি ভাঙচুর করা হয়েছে। কেবল তাই নয়, মূর্তির গায়ে কিছু কথা লেখা হয়েছে। পুলিশ ঘটনার তদন্ত শুরু করেছে। তবে ঘটনার সঙ্গে যুক্ত অপরাধীদের এখনও শনাক্ত করা যায়নি।

- Advertisement -

আরও পড়ুন: স্কুল চত্বরে পাঁচ বছরের ছাত্রীকে যৌন নির্যাতন অভিযোগে গ্রেফতার পিওন

গান্ধী মূর্তি ভাঙচুর কানাডায় বসবাসকারী ভারতীদের ভাবাবেগে আঘাত করেছে বলেই দাবি করা হচ্ছে। ভারতের হাই কমিশন এর তীব্র নিন্দা করেছেন। পাশাপাশি টরন্টোতে ভারতের কনস্যুলেট জেনারেলের অফিস টুইট করে, ‘মূর্তিটির বয়স প্রায় ৩০ বছর বলে জানা গিয়েছে। এমন ঘৃণ্য কর্মকাণ্ডে আমরা মর্মাহত। এই অপরাধমূলক কাজ কানাডার ভারতীয় সম্প্রদায়ের অনুভূতিতে গভীরভাবে আঘাত করেছে। এর তদন্ত করতে আমরা কানাডিয়ান কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করছি।”

আরও পড়ুন: ‘রাষ্ট্রপতি হলে নিশ্চিত করব যে CAA কার্যকরী হবে না’ প্রচারে সময়ে মন্তব্য যশবন্তের

১৯৮৮ সালের মে মাসে ৯ ফুট উচ্চতাবিশিষ্ট গান্ধী মূর্তিটি উন্মোচন করা হয়েছিল। এতগুলো বছরে ওই মূর্তিতে এমন ভাঙচুরের ঘটনা এই প্রথমবার হয়েছে বলেই খবর।