লকডাউন চলাকালীনই মদের আসর, উপস্থিতি স্বীকার করে ক্ষমা চাইলেন প্রধানমন্ত্রী

0
112

খাস খবর ডেস্ক: করোনায় দেশজুড়ে জারি হয়েছে চূড়ান্ত সতর্কতা। চলছে লকডাউন। এরই মাঝে খোদ দেশের প্রধানমন্ত্রী নিজগৃহে সরকারের শীর্ষ কর্মকর্তাদের নিয়ে আয়োজন করলেন একটি মদ্যপানের আসর। ঘটনার জেরে শেষমেশ ক্ষমাও চাইতে বাধ্য হলেন বরিস জনসন।

আরও পড়ুন: Brexit -র এক বছর পরেও ইউরোপীয় অর্থনীতিতে শীর্ষে লন্ডন

- Advertisement -

কিন্তু চোর পালিয়ে যাওয়ার পর বুদ্ধি বেড়ে লাভ কী? ব্রিটিশ প্রধানমন্ত্রীর এ হেন আচরণে সমালোচনায় মুখর বিরোধী থেকে শুরু করে আম নাগরিকরা। কার্যত তারই চাপে বুধবার পার্লামেন্টে দেওয়া এক ভাষণে ক্ষমা চেয়ে নেন জনসন।

বরিস জনসন মানেই যেন বিতর্কের আরেক নাম। তিনি স্বীকার করেন, “হ্যাঁ, ২০২০ সালের ২০ মে ১০ নম্বর ডাউনিং স্ট্রিটের সরকারী বাসভবনে আয়োজিত মদ্যপানের পার্টিতে আমি অংশ নিয়েছি। উক্ত পার্টিতে আমার স্ত্রী ক্যারি সিমন্ডস ছাড়াও প্রায় শতাধিক আমন্ত্রিত ছিলেন।” আরও বলেন, এই মদ্যপানের পার্টি নিয়ে উত্তাল ব্রিটিশ সংসদ। এর কারণ তিনি বুঝতে পারছেন।

আরও পড়ুন: খিচুড়ির গন্ধে হাজির পুলিশ, ধরা পড়ল ক্ষুধার্ত চোর

তাঁর কথায়, “সমালোচকদের ক্ষোভ এবার বোধগম্য। তাঁদের ধারণা, ডাউনিং স্ট্রিটে যাঁরা নিয়ম তৈরী করেন, তাঁরা নিজেরাই সেসব মেনে চলেন না।” তিনি গোটা ঘটনার জন্য প্রকাশ্যে ক্ষমা প্রার্থনা করেছেন। কিন্তু হলে কী হবে? বিরোধীরা তো বটেই, জনসনের নিজের দলের একাধিক সাংসদও ঘটনায় তাঁর পদত্যাগ দাবী করছেন।