সময়মত টাকা জমা পড়েনি, পেটের টিউমার পেটে রেখেই OT ছাড়ল ডাক্তার

0
188

খাস খবর ডেস্ক: “কষাই আর ডাক্তার একই তো নয়, কিন্তু দুটোই আজ প্রফেশন…”

সামাজিক মূল্যবোধ কতটা কমছে। তারই যেন নজির পাওয়া গেল ওপার বাংলায়। টাকা দিতে দেরী করায় এবার অপারেশন অসম্পূর্ণ রেখেই সেলাই করলেন চিকিৎসক। যার জেরে ছড়িয়েছে উত্তেজনা।

- Advertisement -

আরও পড়ুন: বিপর্যয় ভুলে উৎসবের সাজে সেজে উঠছে গঙ্গাসাগর

ঘটনাটি গত শনিবার ঘটেছে মানিকগঞ্জ জেলা শহরের বেসরকারি হেলথ কেয়ার নার্সিংহোমে। আফরোজা আক্তার নাম্নী জনৈকা মহিলা শুক্রবার দুপুরে প্রসব বেদনা নিয়ে ভর্তি হন। ভোররাতে ছিল তাঁর অপারেশন।

মহিলা একটি শিশুকন্যা প্রসব করেন। কিন্তু তারপরই দেখা যায়, তাঁর পেটে টিউমার রয়েছে। ডাক্তাররা জানান, আরও তিন হাজার পেলে তাঁরা টিউমারটি অপারেশন করে বাদ দিয়ে দেবেন। এতেও সমস্যা নেই। রোগিনীর পরিবার রাজী হয়। কিন্তু তাঁরা টাকা দিতে দেরী করায় টিউমারটি পেটে রেখেই সেলাই করতে শুরু করেন চিকিৎসকরা।

এই চরম অমানবিক ঘটনায় স্বাভাবিকভাবেই চিকিৎসকদের আদর্শ নিয়ে বয়ে চলেছে বিতর্কের ঝড়। উক্ত নারীর স্বামী বলেন, “আমি গরীব মানুষ। বেসরকারি চাকরি করি। অত টাকা তাৎক্ষণিক কোথা থেকে পাব?” বলেন, “তাও আমি চেষ্টা করেছিলাম। কিন্তু একটু দেরী হয়ে যায়। আমি বারবার অনুরোধ করেছিলাম। কিন্তু ডাক্তার কোনও কথাই কানে নেননি। তিনি টিউমার পেটে রেখেই সেলাই করে চলে যান।”

আরও পড়ুন: বিপুল পরিমাণ গাঁজাসহ জলঙ্গীতে গ্রেফতার এক

রোগিনী নিজে বলেন, “আমার পেট থেকে সন্তান বের করে আধঘন্টা আমাকে পেট কাটা অবস্থাতেই ফেলে রাখে। তারপর টাকা না পাওয়ায় টিউমার পেটে রেখেই সেলাই করে দেয়। যিনি টাকার জন্য এ কাজ করলেন, কেমন ডাক্তার তিনি?” যাঁকে নিয়ে এত কথা, সেই ডঃ খায়রুল হাসান কিন্তু একবারেই ভাবলেশহীন। “টাকা চেয়ে কী আমি অন্যায় করে ফেলেছি? আর টিউমার নিয়ে এখনই চিন্তা করার দরকার নেই। পরে অপারেশন করলেও হবে।”