কয়লা, গরুর পর এবার সরকারি হাসপাতাল থেকে রোগীদের ভাত চুরির অভিযোগ

0
46

খাস প্রতিবেদন: এখানে চুরির তালিকা দীর্ঘ থেকে দীর্ঘতর৷

চাকরি চুরি, কয়লা চুরি ,বালি চুরি, পাথর চুরি৷ এবার নতুন সংযোজন রোগীর ভাত চুরি! তাও আবার সরকারি হাসপাতালে! নদিয়ার কৃষ্ণগঞ্জের গ্রামীণ হাসপাতালের ঘটনা। অভিযোগ, প্রায় দু’সপ্তাহ ধরে নিজেদের দুপুরের বরাদ্দের ভাত থেকে বঞ্চিত রোগীরা৷ এমনকি সকালের জল খাবারটাও চুরি হয়ে যাচ্ছে৷ অভিযোগ, বেশ কিছুদিন যাবৎ কারেন্ট চলে গেলে অন্ধকারে থাকে কৃষ্ণগঞ্জ গ্রামীণ হাসপাতাল৷ সেই সুযোগেই বরাদ্দ খাবার চুরি হয়ে যায় বলে অভিযোগ৷

- Advertisement -

রোগীদের এমন অভিযোগকে ১৬ আনা সমর্থন জানিয়ে কড়া প্রতিক্রিয়া জানিয়েছেন কৃষ্ণগঞ্জ বিধানসভার বিজেপি বিধায়ক আশিস বিশ্বাস৷ তিনি বলেন, ‘‘ পশ্চিমবঙ্গ সরকারের মুখ্যমন্ত্রী স্বাস্থ্য দফতরটি নিজের হাতে রেখেছেন৷ অথচ সরকারি হাসপাতালে রোগীদের খাবার চুরি হয়ে যাচ্ছে৷ সেদিকে তাঁর বা দফতরের কোনও হেলদোল নেই৷’’ শহরের বিশিষ্ট নাগরিক শিবনাথ মুখোপাধ্যায় বলেন, ‘‘পশ্চিমবঙ্গ সরকারের পক্ষ থেকে পাঁচ টাকায় মা ক্যান্টিনে ডিম ডাল ভাতের ব্যবস্থা করা হয় । আর সরকারি হাসপাতালে খাবার জোটে না৷ আসলে সবটাই করা হয় রাজনীতির ফায়দা তোলার জন্য৷ আসলে সরকারি হাসপাতালে তো গরিব মানুষেরা আসেন, তারা সেভাবে প্রতিবাদ করবেন না৷ সেটা জেনেই সরকারি হাসপাতালে রোগীদের খাবার থেকে বঞ্চিত করা হচ্ছে৷’’

হাসপাতালের কমিটিতে থাকলেও এই বিষয়ে কোনও মন্তব্য করতে চাননি কৃষ্ণগঞ্জের বিডিও কামালউদ্দিন আহমেদ৷ তৃণমূল পরিচালিত স্থানীয় পঞ্চায়েত সমিতির সভাপতি অশোক হালদার বলেন, ‘‘বিষয়টি জানা ছিল না৷ দায়িত্বপ্রাপ্ত আধিকারিকের সঙ্গে কথা বলব৷ এর আসল কারণ কি সেটা আমাদের খুঁজে বের করতে হবে।’’ তাঁর দাবি, ‘‘কিছু সরকারি কর্মী মুখ্যমন্ত্রীর বদনাম করবার জন্য এই ধরনের কাজ করছেন কিনা ভাবার সময় এসেছে । আশা করি স্বাস্থ্য দপ্তরের হস্তক্ষেপে এর পূর্ণাঙ্গ তদন্ত হবে। যদি কেউ দোষী হয় তার শাস্তি অবধারিত।’’ যদিও এই বিষয়ে হাসপাতাল কর্তৃপক্ষের কোনও প্রতিক্রিয়া মেলেনি৷

বস্তুত, শুধু খাবার থেকে বঞ্চিত নয়, সংশ্লিষ্ট হাসপাতালের চিকিৎসা পরিষেবা নিয়েও হাজারও অভিযোগ রয়েছে রোগী ও রোগীর পরিজনদের৷ সমস্যার সমাধান হবে কি না, তার সদুত্তর অবশ্য মিলবে সময়েই৷

আরও পড়ুন: ফের লজ্জায় মাথা হেঁট বাংলার, প্রশ্নের মুখে পরিবর্তনের সরকার

আরও পড়ুন: Horoscope Today : বহুদিনের সুপ্ত ইচ্ছা পূরণ কর্কট রাশির জাতকদের, আপনার…