বড়সড় সাফল্য, বাংলাদেশে উদ্ধার ২৯টি মর্টার

0
32
প্রতীকী ছবি

খাসখবর ডেস্ক: পুলিশের হাতে এল বড়সড় সাফল্য। গোপন সূত্রের খবর পেয়ে উদ্ধার হল উচ্চ ক্ষমতাসম্পন্ন বিস্ফোরক। ঘটনাটি ঘটেছে বাংলাদেশে।

সূত্রের খবর, সেনা বাহিনীর সদস্যরা বিশেষ অভিযান চালায় ভারত সীমান্ত সংলগ্ন বান্দরবন সেনা অঞ্চলের অধীন বলিপাড়া বিজিবি জোনের গ্যালেঙ্গা ইউনিয়ন এলাকায়। এরপর ওই এলাকা থেকে মাটির নিচে পরিত্যক্ত অবস্থায় ২৯টি উচ্চ বিস্ফোরক মর্টার বোমার উদ্ধার করে সেনা বাহিনীর সদস্যরা।

- Advertisement -

আরও পড়ুন-এবার থেকে টিকিট কেটেই ওঠা যাবে ট্রেনে, বড়সড় পরিবর্তন স্টাফ স্পেশ্যালে

প্রসঙ্গত, এই ধরনের বিস্ফোরক গুলি সাধারণত সেনাবাহিনীর সদস্যরা ব্যবহার করে থাকে। তবে বর্তমানে জিহাদী সংগঠনগুলির কাছে বিপুল পরিমাণে এই বিস্ফোরক গুলি রয়েছে। এই বিস্ফোরক গুলিও দিয়ে গোটা এলাকায় বড়সড় বিস্ফোরণ ঘটাতে পারে।

এবিষয়ে পুলিশের প্রাথমিক অনুমান যে, ওই বিস্ফোরকগুলি এলাকায় লুকিয়ে রেখেছিল জঙ্গি সংগঠন গুলি। বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা ক্ষমতায় আসার পর থেকেই ওই জঙ্গি সংগঠনগুলির আস্তনা গুঁড়িয়ে দেওয়া হয়। এরপর লাগাতার পুলিশি অভিযানের জেরে জঙ্গিরা ওই বিস্ফোরণগুলি মাটির তলায় লুকিয়ে রেখেছিল। যা এদিন উদ্ধার করে দেশের সেনাবাহিনী।