আততায়ীর গুলিতে কেঁপে উঠল জার্মানির চার্চ, মৃতের সংখ্যা কত

সাম্প্রতিককালে বিভিন্ন জিহাদী ও চরম ডানপন্থী উভয়ের দ্বারা জার্মানি বেশ কয়েকবার আক্রমণের শিকার হয়েছে

0
61
german church shooting

খাসডেস্কঃ জার্মানির হ্যামবার্গের একটি চার্চে এলোপাথাড়ি গুলি (german church shooting)। অনুমান করা হচ্ছে মৃতদের মধ্যে রয়েছে আততায়ীও। সরকারিভাবে এখনও নিহতের সংখ্যা জানা না গেলেও বিভিন্ন সংবাদ মাধ্যমের রিপোর্ট অনুযায়ী এই ঘটনায় ৭ জন মারা গেছেন ও ১ জন গুরুতর আহত। এই ঘটনার পর জার্মান পুলিশ একটি টুইট করে, যেখান বলা হয়েছে, “বেশ কিছু মানুষ গুরুতর আহত, এদের মধ্যে অনেকেই মরণাপন্ন। “

আরও পড়ুন :ইডি হেফাজতে কেষ্ট, এবার কি চড়াম চড়াম ঢোল বাজাবেন মদন

- Advertisement -

এখনও পর্যন্ত এই ঘটনার উদ্দেশ স্পষ্ট নয়। অযথা আতঙ্কের পরিবেশ সৃষ্টি না করতে জার্মান পুলিশের তরফে আবেদন করা হয়েছে। ঘটনার সময় একটি বিপর্যয় সতর্কীকরণ অ্যাপ ব্যবহার করে এলাকায় “চরম বিপদের” জন্য অ্যালার্ম বাজানো হয়েছিল এবং পুলিশ বাসিন্দাদের বাড়ির ভিতরে থাকার জন্য অনুরোধ জানিয়ে ছিল। বন্দর নগরীর মেয়র পিটার চেনচার টুইটারে গুলি চালানোর ঘটনায় শোক প্রকাশ করেছেন। তিনি ক্ষতিগ্রস্ত পরিবারগুলির প্রতি সমবেদনা জানিয়েছেন এবং বলেছেন এই মুহূর্তে যা যা করনীয় তা জরুরি ভিত্তিতে করা হচ্ছে।

আরও পড়ুন :মেলেনি উচ্চ মাধ্যমিকের অ্যাডমিট, প্রধান শিক্ষককে ঘিরে বিক্ষোভ পরীক্ষার্থীদের

আরও পড়ুন :আনন্দ নিমেষে বদলে গেল বিষাদে, ছাত্রের মৃত্যুতে কান্নায় ভেঙে পড়ল পরিবার পরিজনেরা

জানা গিয়েছে বৃহস্পতিবার সন্ধ্যায় একটি তিনতলা বিল্ডিংয়ে ঘটনাটি ঘটে (german church shooting) । স্থানীয় দৈনিক হ্যামবার্গার অ্যাবেন্ডব্লাট অনুসারে, যিহোবার সাক্ষীরা একটি সাপ্তাহিক বাইবেল অধ্যয়ন সভার জন্য জড়ো হয়েছিলেন। জার্মানিতে প্রায় ১ লক্ষ ৭৫ হাজার লোক রয়েছেন। যার মধ্যে ৩ হাজার ৮০০ জন হ্যামবারগের বাসিন্দা, যারা যিহোবার সাক্ষী। এটি ১৯ শতকের শেষের দিকে প্রতিষ্ঠিত একটি মার্কিন খ্রিস্টান আন্দোলন যা অহিংসা প্রচার করে এবং ঘরে ঘরে ধর্মপ্রচারের জন্য পরিচিত। হ্যামবার্গার অ্যাবেন্ডব্লাট জানিয়েছেন যে ১৭ জন ব্যক্তি, যারা অনুষ্ঠানে ছিলেন ও অক্ষত অবস্থায় আছেন, ফায়ার ব্রিগেড তাঁদের উদ্ধার করেছে। পুলিশ জানাচ্ছে মৃতদেহ দেখতে পাওয়ার আগে বিল্ডিংয়ের উপরের অংশে গুলির শব্দ শোনা গিয়েছিল। বৃহস্পতিবার সকালে মিউনিখ পুলিশ টুইট করেছে, “আমরা [গ্রস বোর্স্টেল]-এর একটি কমিউনিটি সেন্টারে একজন প্রাণহীন ব্যক্তিকে পেয়েছি যাকে আমরা অপরাধী হতে পারে বলে ধরে নিয়েছি। তা নিশ্চিত করতে জোর তল্লাশি চালানো হচ্ছে”। প্রসঙ্গত সাম্প্রতিককালে বিভিন্ন জিহাদী ও চরম ডানপন্থী উভয়ের দ্বারা জার্মানি বেশ কয়েকটি আক্রমণে কেঁপে উঠেছে৷